![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই
জীবনে কখন যে কি রং বদলায়
কেউ জানে না!
সন্ধ্যার আকাশের মতো
বদলে চলে যায়।
সেই রং এ থাকে অফুরন্ত
বিষাদ মেশানো হাসি।
কখনো বা অনেক কান্নার মাঝেও থাকে আনন্দ
কখনও বা আনন্দের মাঝে থাকে গুমরে গুমরে রোদন।
যাকেই তুমি বাসবে ভালো,
সেই! সেই একদিন দিয়ে যাবে তোমায়
দুঃখের ফুলে ভরা ফুলদানী।
সেইদিন নিজেকে পারবে তো ঠিক রাখতে?
তাই ফিরে এসো,এই ভালোবাসার মোহ থেকে।
এই পৃথিবী তে কেউ কারোর কথা শোনে না,
দেহকে বন্দী করা যায়,কিন্তু মন?সে তো স্বাধীন,
তাই ফিরে এসো,তাই ফিরে এসো।
২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২০
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ,ভালো থাকবেন।
২| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অপেক্ষা করেন অাসবে।
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০০
রিকতা মুখাজীর্র্ বলেছেন: হুমমম্ কিন্তু এই পথ থেকে ফেরানো বড়ই কঠিন কাজ হবে।
৩| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার জন্য শুভকামনা রইলো।
অপূর্ণতা পূর্ণ হোক।
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩০
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ,পারলে আমার কাজে আপনিও সহায়তা করুন।
৪| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৯:০০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনুভবটা সুন্দর। প্রকাশটা একটু এলোমেলো। শুভ কামনা রইলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৮
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ...........।ভালো থাকবেন....।আশা করি পরেরবার ঠিক হবে।
৫| ২০ শে মে, ২০১৭ ভোর ৪:১৩
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা বিশেষ করে নীচের চরণ দুটি খুবই ভাল লেগেছে
দেহকে বন্দী করা যায়,কিন্তু মন?সে তো স্বাধীন,
তাই ফিরে এসো,তাই ফিরে এসো
শুভেচ্ছা রইল
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার ভালোলাগায় আমি আরো বেশী অনুপ্রাণীত কবি।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:২২
আহমেদ জী এস বলেছেন: রিকতা মুখাজীর্র্ ,
মোটামুটি হলেও এই লাইনটি ভালো লিখেছেন ----
"এই পৃথিবী তে কেউ কারোর কথা শোনে না...................."