নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যু যখন অনিবার্যবাঁচার মতো বাঁচা চাই,সবার ওপরে জীবন সত্যতাহার ওপরে কিছু নাই............।

রিকতা মুখাজীর্র্

অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই

রিকতা মুখাজীর্র্ › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম হীন কিছু কথা! কিছুটা দীর্ঘশ্বাস!

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪

বল কি কি থেকে মুছে ফেলবি আমায়?
তোর ল্যাপটপ,তোর প্রোফাইল?
তোর ইনবক্স , তোর মোবাইল?
মুছতে পারবি সেই ঠাট্টা হাসি?
আদর অভিমান ভালোবাসাবাসি?
পাল্টে ফেলেছিস বাড়ি ফেরার পথ
একসাথে চলা সেই ছায়াপথ?
ভুল তে পেরেছিস ফোন নম্বর
চেনা মুখ আর পরিচিত স্বর!
বল না,কেন এভাবে পাল্টে গেলি?
হাত টা ছেড়ে হারিয়ে গেলি!
কাকে বলিস এখন মনের কথা?
রাতজাগা তোর চুপকথা!
বোঝে তোকে তোরই মতো?
কাউকে পেলি আমার মতো?
হৃদয় থেকে অনেক দূরে,
জানিনা কোন অচিনপুরে
ভাল থাক তবু যেখানে থাকিস
আমায় মনে নাই বা রাখিস।।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০০

নীল-দর্পণ বলেছেন: ভুলে যাওয়া , মুছে ফেলা কী এতই সহজ! তবে যারা পারে তারা ভালই থাকে

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৩

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ঠিক বলেছেন, যারা সহজেই ভুলতে পারে তাদের কোনো কস্টই থাকে না।

২| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার কষ্টের কবিতা পড়ে কষ্ট লাগলো।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৩

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ আমার কস্টে সামিল হবার জন্য।

৩| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪

আনোয়ার হুসাইন খান বলেছেন: কষ্টের কথামালা

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভীষনই কস্টের ..........।কি করবো বলুন?

৪| ২০ শে মে, ২০১৭ ভোর ৪:১০

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল
শুভেচ্ছা রইল

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য,আপনিও অনেক ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.