![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই
তোমার আকাশ অনেক বড়ো
যায় না তারে ধরা।
আমার আকাশ আমার মতো,
মুঠোই বন্দী করা।
তোমার আকাশ দিয়ে যাচ্ছে,
ধ্রুবতারার হাতছানী।
আমার আকাশ ছোট্ট বলে জ্বলেনিতো সাঁঝবাতি।
তোমার আকাশে অনেক খুশি,
অনেক সুখের তারা।
আমার আকাশ সারাটা জীবন থাকলো ছন্নছাড়া।
তোমার আকাশ বদলে গেছে
হয়তো ইচ্ছে করে,
আমার আকাশ ও বদলে গেছে,
কিছুটা বাধ্য হয়ে।
তোমার আকাশ পেয়ে গেছে আজ সফলতার আশ্বাস
আমার আকাশ আজও ফেলছে শুধুই দীর্ঘশ্বাস
তোমার আকাশে জ্বলে আজ হাজার নিয়নের আলো
আমার এই শূন্য আকাশে জোনাকীই ছিলো ভালো,
তোমার আকাশ পরিচিত আজ সব মানুষের সাথে,
আমার আকাশ অঝোরে কাঁদে বৃস্টি পড়া রাতে।
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৬
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ কবি ..কিন্তু নাম টা দিতেই যে পারলাম না।
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫
ভবঘুরে যাত্রি বলেছেন: খুব ভালো লেগেছে
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ যাত্রী...........।ভালো থাকবেন।
৩| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৭
নাগরিক কবি বলেছেন: সুন্দর হয়েছে
১০ ই মে, ২০১৭ রাত ১০:৩৬
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার সুন্দর লাগায় আমি অনুপ্রনীত।আশা করি আপনাদের আশীর্বাদে আরো লেখা উপহার দেব।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
জগবন্ধু বলেছেন: অনেক না বলা কথাই মনের ভিতরে জমিয়ে রাখলে, এভাবেই একদিন তুষার বৃস্টি হয়ে ঝরে। খুব ভালো লিখেছেন। এ রকম আরও মনের অন্তগহীনের ভাব প্রকাশ হোক। পড়ে নিজেকে তৃপ্ত করতে দ্বিধা বোধ করব না। নামটা ছন্নছাড়া হলে খারাপ হবে না।
০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার মন্তব্য টা আরো বেশী সুন্দর...............।আমি প্রানীট বন্ধু................।নিয়মিত না হলেও লেখা চালিয়ে যায়...........আপানর দেওয়া নামটায় তবে গ্রহনযোগ্য.........।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৬
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল কবি ।