নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যু যখন অনিবার্যবাঁচার মতো বাঁচা চাই,সবার ওপরে জীবন সত্যতাহার ওপরে কিছু নাই............।

রিকতা মুখাজীর্র্

অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই

রিকতা মুখাজীর্র্ › বিস্তারিত পোস্টঃ

কখন ভোর হবে

১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

মেয়েটার পাশ ফেরার চেষ্টায় গোটা শরীরে বিদ্রোহ। বাঁ চোখের নীচে কিছু ঘাস পাতার সুড়সুড়ি।দু'পাশে মাথা নাড়িয়ে ফেলার চেষ্টাতে যন্ত্রনায় টুকরো টুকরো।জ্বর নয়তো?ডানডিকে চোখের উপর ঝামরে এসেছে এক গোছা চুল।হাত সামনে এনে সরিয়ে দেওয়ার চেষ্টা করল,পারল না।ছোটোবেলায় চোর-পুলিশ খেলার মতো কেউ বেঁধেছিল,খেলা শেষে বাড়ি যাওয়ার আগে খুলে দিতে ভুলে গেছে।টুকাই,শিবু,সালমান,কুলসুম,রেহান-ওর খেলার সাথীরা চারপাশে নেই।চাঁদের আলো এত সবুজ কি করে?নাকি গাছেদের সাথে মিলেমিশে গেছে? উড়না টাই বা গেল কোথায়?শরীরটা যেন কেমন এলোমেলো ।তলপেট জুড়ে অসহ্য যন্ত্রনা,পাক দিয়ে দিয়ে উঠছে।মেয়েটা বুঝতে পারে না কী করবে।পায়ের দিকের আকাশ ক্রমশ ধূসর থেকে লাল ,ভোর হচ্ছে কি?একসারি পিঁপড়ে মেয়েটার ডান স্তনে একসাথে অনেকদিনের খাবারের খবর কীভাবে পেয়েগেল।যুদ্ধের সৈনিকের মতোই তারা প্রবেশ করছে।দূরে কোথাও একদল মানুষের জমা্য়েত ।আজানের ধ্বনির মতো ভেসে আসছে -কামদুনি রুখছি রুখব-রুখছি রুখব............................।আর কিছুক্ষন পর অনেকের কান্নায় আকাশ ভারী হল,আর টিভির চ্যানেলে জায়গা পেল আরো কিছু প্রতিবাদী নারী মুখ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: চ্যানেলে জায়গা পেল আরো কিছু প্রতিবাদী নারী মুখ। বাহ সুন্দর।

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার ভালো লাগায় আমি অনুপ্রানীত..........।ভালো লিখবেন।ভালো থাকবেন।

২| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:২০

নাগরিক কবি বলেছেন: প্রতিবাদ সফল হোক। লেখা ভাল ছিল। তবে টাইপো আছে। ঠিক করে নিয়েন। :)

১০ ই মে, ২০১৭ রাত ১০:৩৩

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ......।অনেক অনেক,এই প্রতিবাদ নারীদের জন্যে,তাদেরই প্রতিবাদ করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.