![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই
পাগলী তোকে মিস্ করি
তোর সেই ছোটো ছোটো পাগলামী
আর অনেক অভিমান----
সত্যি বলতে কালের স্রোতে,
সেগুলো আজ ম্লান।
তোর জীবন এখন ভরে উঠেছে-
হাজার ফুলের রঙে,
আজও আমি কাটাতে চাই,
পাগলী তোর সঙ্গে।
পাগলী তোকেও মিস্ করি
আর তোর নীল সাইকেলে,
পুকুরের পাশে বসা
সেই সোনালী বিকেলে-
ফিরে আ্য় তুই তোর আমার সব
ভুল বোঝাবুঝি ভেঙে,
সত্যিই আজ কাটাতে চাই
পাগলী তোর সঙ্গে।
পাগলী অনেক মিস্ করি তোকে
তোর সব পাগলামী, আধচটা নেলপালিশ,
আর তোর সেই অকারন,সত্যি মিথ্যে নালিশ।
মিস্ করি তোর অনেক অনেক ক্ষনস্থায়ী ভালোবাসা,
খুঁজতে গেলেই হারিয়ে যাস-------
এর চাইতে ভালো ছিল তোর,না বলা রুপকথা।
তোর নিরবতা জড়িয়ে আছে মনের প্রতিটি অঙ্গে,
আজ একটিবার কাটাতে চাই ,
পাগলী তোর সঙ্গে।
পাগলী তুই ভালো বেসেছিলি
সত্যিটা না জেনে_
আমিও তখন উড়েছিলাম মিথ্যে হাওয়ায় ভেসে,
মিথ্যে প্রেমের পরিণতিতে এই লেখা ছিল শেষে?
সুখের প্রদীপ নিভিয়ে গেল,এক নিমেষে।
ফিরে আসতে পারবি না তুই
এই দুরত্বের পাঁচিল ভেঙে
কিন্তু আজও কাটাতে চাই----
পাগলী তোর সঙ্গে।
pic by--- Rickta mukherjee
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার মুগ্ধতাই আমি অনুপ্রাণীত।
২| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৫
সনজিত বলেছেন: নব নব পুষ্প কুড়ির আন্দোলিত চাহনির মত খোলা চোখে এমন পাগলী না দেখি......
শতত শুভ কামনা.।.।.।.।.।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৩
রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনার মন্তব্য শুনেও খুব ভালো লাগল..............।আশা করি আপনার চোখে এমন পাগলীই ধরা পড়ুক.........ভালো থাকবেন।
৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পাগলীকে মিস করে কোন ফায়দা নেই ।
২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৭
রিকতা মুখাজীর্র্ বলেছেন: তবু মিস করে যদি সে ফিরে আসে টবে ফায়দা আছে বইকি।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৫
কালো_পালকের_কলম বলেছেন: দারুণ লাগলো
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১২
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা অপুর্ব হয়েছে , পাঠে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল