![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই
এটা একটা অন্যরকম ভোরবেলা,
সকালের চা বিস্কুটের অপেক্ষায় রত......
আগাছা আর শ্যাওলার বিব্রত পাঁচিলে....
স্থির দু-চোখ ,অতীতে ফেলে আসা একটা আবছা দুঃস্বপ্নের কথা ভাবে।
এটা একটা বৃষ্টিস্নাত ভোরবেলা,
এখন আড়মোড়া ভাঙা শহরের বুক থেকে সতেজতার ঘ্রান এলেও
বাতাসে কোথাও একটা বিষন্নতার গন্ধ মিশে আছে,
যে ঘ্রানশক্তি আমি ছাড়া আর কারোর নেই।
এটা সেরকম একটা ভোরবেলা,
যখন আমি নিজ হৃদস্পদন শব্দেও বিরক্ত হ্য়
আর মা রেডিও চালিয়ে পাড়া মাতিয়ে রাখে.............
এখন অবশ্য রেডিও থেমে গেছে
টেবিল হাতড়ে দেখি ফাঁকা চায়ের গ্লাসটা সশব্দে মেঝেতে পড়ে গেল
কখন চা খেয়ে নিয়েছি!
কবি মানুষ তো?ওতো খেয়াল থাকে নাকি?
এখন আবার বৃষ্টি শুরু হয়েছে।
টিনের ছাদে বৃষ্টির শব্দটা
কতকটা বেড়েছে বইকি।
যেন পৃথিবীর এক নিবিড় অস্থিরতা।
বেলা বাড়ছে.....এভাবেই কাটল
অলসটার ধাপে মোরা একটা বিষন্ন ভোরবেলা
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৪
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ধন্যবাদ অশেষ...........।
২| ১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৫৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর!
২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৫
রিকতা মুখাজীর্র্ বলেছেন: অশেষ ধন্যবাদ
৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৯
ইরিবাসের রাত বলেছেন: কবিতায় সময়ের ফটোগ্রাফ তুলে ধরা এক অসম্ভব কঠিন কাজ। সেই কাজটি যখন কেও অবলীলায় করে ফেলে, শ্রদ্ধা মেশানো বিষ্ময় জানাতেই হয়।
ভাল্লাগল খুব। লিখে যান, থামবেন না।
৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৯
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ছবিও আমার আরো এক নেশা কবিতার মতো.....................।আপানার মন্তব্যে আমি প্রাণীত............. অনেক অনেক ভালো থাকবেন
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
কিছু মনে করবেন না, কবিরা কি শুধুই ভুলে যায়....
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
রিকতা মুখাজীর্র্ বলেছেন: এই জন্যই হয়তো কবিরা ভালো থাকে,কারণ তারা সব কিছু ভুলে নতুন সৃষ্টি করতে পারে।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৫
কল্পদ্রুম বলেছেন: ভোরবেলাও বিষন্ন হয় তাহলে। যদিও আজকের সকাল এতটা বিষন্ন লাগছে না। ভালো কবিতা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১
অপরিচিত মানব শুণ্য বলেছেন: অসাধারণ....!