নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যু যখন অনিবার্যবাঁচার মতো বাঁচা চাই,সবার ওপরে জীবন সত্যতাহার ওপরে কিছু নাই............।

রিকতা মুখাজীর্র্

অমরত্বের আদিম লোভ,সে বর এখন কোথায় পাই,কবি আমি চাইনা হতে কারো কবিতা হতে চাই

রিকতা মুখাজীর্র্ › বিস্তারিত পোস্টঃ

পাগলের কারবার

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০০

সামনে পুরোসভার ভোট।শহরের দেওয়াল গুলো পোস্টারে ছয়লাপ।অধিকাংশ শাসক দলের।
পাগলটা হটাৎ দৌড়ে গেল একটার পর একটা পোস্টার দ্রুত ছিড়তে লাগল দেয়াল থেকে।
সংগে একটা চিৎকার, "সব নোংরা করে দিল,জঞ্জালে ভরে দিল শহরটাকে!............"
খবরটা চলে যায় কালুর কাছে।কালু দাস।এই এলাকার ত্রাস । হেন কুকর্ম নেই যা সে তার এই ৪৬ বছরের জীবনে করেনি।এখন শাসকদলের নেতা কয়েকজন মন্ত্রীর ও বেশ কাছের লোক।খবরটা শুনেই মাথায় রক্ত চেপে গেল কালুর। ছুটে আসে দলবল নি্যে।তারপর লাঠি-সোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাগলটার উপর।রক্তাত্ত অবস্তায় লুটি্যে পড়ে ফুটপাতে পড়ে থাকে তার লাশ।হাতের মুতোয় তখনও পোস্টারের অংশ।মুখ্যমন্ত্রীর ছবি আর প্রতীা আঁকা সেখানে।
সন্ধ্যায় খবরটা টিভিতে দেখার পর মুখ্যমন্ত্রী বলেন,"মৃত্যুর সময়ও যখন সে আমাদের দলের প্রতীক ছারেনি ,অবশ্যই সে আমাদের লোক।মেরে খুন করে আমাদের হারানো যাবেনা,মানুষ আমাদের ই ভোট দেবে।"
পরেরদিন রাস্তায় শোক মিছিল। শবদেহী শকটে পাগলটার দেহ,ফুলে ফুলে ঢেকে গেছে ।মিছিলের একেবারে সামনে হাঁটছে কালু দাস

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৪

জসীমউদ্দীন বলেছেন: ৪ বছর পর ফিরলাম ব্লগে। কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.