![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
প্রথমেই যে মন্তব্যটি করতে চাই তা হল- এই বাজেট-ফাজেট যারা বানায় এরা কোনভাবেই মনোযোগ দিয়ে পড়াশোনা করে নাই। যদি করত, তাহলে ঠিকই দেখতো যে- এই দুনিয়ায় যত বড় বড় নেতা-লেখক-কবি-সাহিত্যিক-শিল্পী আছেন তারা সবাই সিগারেট-চুরুট-পাইপ খায়।
বঙ্গবন্ধুর কথায় ধরেন- তিনি পাইপ টানতেন। চে গুয়েভারা কে কখনও চুরুট ছাড়া দেখেছেন কি? পাবলো পিকাসো- ভ্যানগঁগ থেকে শুরু করে টিএসসি আর ছবির হাটে বসা উঠতি চিত্রকর যারা- তারাও এই ধোঁয়া না হলে রঙে তুলি ডুবাতে গিয়ে মুখে ধরে বসে থাকে। কবি- কবিদের কথা বাদই দেন- তাদের জগতে তিনটে জিনিস না থাকলে তারাই থাকতে পারেন না সে জগতে; সে তিনটি জিনিস হল -ইশ্বর-নারী-সিগারেট। উইনস্টইল চার্চিল, ফিদেল ক্যাস্ত্রো, জন এফ কেনেডি, জর্জ বার্ন, মার্ক টোয়েন, মিল্টন, জ্যাক নিকলসন, গুয়ার্চো মা্ক্স, বিল ক্লিনটন, মিশেল জর্ডন, আর্নল্ড শোয়ার্জনিগ্যার, বিল কসবে, মেল গিবসন্, জন ট্রাভোল্টা, জন ওয়েন, ডেমি মুর, জর্জ হ্যামিল্টন জন হিউস্টন (আর পারতেছি না, হাঁপায়ে গেলাম) সব্বাই বিখ্যাত হইছে সিগারেট খেয়ে। সিগারেট না খেলে এদের ব্রেন খেলতো না, মুখে এক্সপ্রেশন আসতো না, কাজ ভালো লাগতো না। আমাদের দেশের অসংখ্য ছেলে-মেয়ে যখন এরকম বড় কিছু হওয়ার জন্য মুখে সিগারেট আর বুকেভাঙা দম নিয়ে ঊঠে পড়ে লেগেছে, ঠিক তখনই সরাকারে ফিবছর অবিবেচকের মত সিগারেটের দাম বাড়িয়েই চলেছে। আহা ! কি দুর্ভাগা আমরা - কি অবিবেচক আমাদের সরকার ! বলি সব চেয়ে বেশি শুল্ক কারা দেয়? এই সিগারেটখোররাই তো; তাই না? সিগারেট খায় না কারা? হেফাজত আর জামাত- অদের কে কেউ দেখেনি সিগারেট খেতে। তবে কি সরকার আমাদের পরোক্ষভাব ওদিকে ঠেলছে?
আহা ! এমন সুদিন যদি আসতো - দোকানে গেলেই টাকায় বিশটা বেনসন পাওয়া যেত! আহা- সেই সুদিন কি আসবে কখনও?
আচ্ছা, বেহেশতেও কি পাওয়া যাবে সিগারেট?
আমি যাদের কথা বলেছি তাদের তো বটেই - তাদের বন্ধু্বান্ধব-জ্ঞাতি গুষ্টি কার কেমনকি পছন আর কোন ব্র্যান্ডের সিগারেট খেত - তা জানি আমি। বিশ্বাস হইতেছে না ???? তো যান নিচের লিংকে- Click This Link
এখন আপনিও জানেন
১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭
রিদওয়ানুল মসরুর বলেছেন: ভাই, সামনে আবার বাজেট ব্যাপার-স্যাপার আসতেছে। স্টক বাড়ান ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৪
ৈতয়ব খান বলেছেন: ভাইরে! আপনে আমার মনের কথা কেমনে বুঝলেন? সিগারেট ছাড়া কি আমার একটা দিনও চলে? না চলে না। কিন্তু মনের দুঃখ কারে বুঝাই? কেউ বুঝে না। শায়েস্তা খানের আমলে নাকি ১ টাকায় ৮ মন চা’ল পাওয় যেত। ইশ্ শায়েস্তা খান (তারে আমার মিয়াভাই বানাইতে ইচ্ছা করতেছে) যদি আইজ বাঁইচা থাকতো, আমার দুঃখ বুঝতো। কিন্তু বাংলাদেশ সরকার বুঝে না। আমরা তো ফলের মধ্যে চা খাই আর ভিটামিনের মধ্যে সিগারেট খাই। অথচ আমার সেই সিগারেট লইয়া কী ক্যাচাল শুরু হইছে। কেন যে সিগারেটের দাম বাড়লো????????????
দুনিয়ার সিগারেট খোর এক হও