![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূল লেখা: https://www.facebook.com/mosrur.ridwanul
বাংলা, বিহার, উড়িষ্যার এক নবাবের খুব ইচ্ছে হল সেলফি হওয়ার। ছবি তোলা তো কোন সমস্যাই ছিল না; নবাব আদেশ দিলেই শত শত ফটোগ্রাফার ঝিক ঝিক করে ছবি তুলত। কিন্তু, এই সেলফি ব্যাপারটা বাজারে এসে সব একেবারে ভজঘট করে দিলো। নিজে নিজের এত ছবি তোলা যায় নাকি। তো নবাব ভাবতে বসলেন; দরবারের বড় বড় পন্ডিত আর গবেষকদের ওপর সমস্যার সুরাহা করার ভার দিলেন। সবাই ঘণ্টার পর ঘণ্টা তীব্র ঘামস্রোতে ভিজে ভিজে বড় বড় গবেষণা করে ছোট ছোট সুপারিশ নিয়ে হাজির। মাগার, এই সব শখানেক ছোট ছোট সুপারিশ শুনতে গিয়ে দিনের পর দিন পেরিয়ে গেলো। তার ওপর আরেক সমস্যা- দশটা শুনতে না শুনতেই আগের গুলো নবাব ভুলে যান। কি যে এক মহা যন্ত্রণা।
পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন নবাবের ভাঁড়। আর একটু পর পর নবাবের দিকে পিছন ঘুরে একের পর এক ছবি তুলছিলেন। নবাব শেষে মহা বিরক্ত হয়ে জিঞ্জাসা করলেন-"ঘটনা কি?"
ভাঁড় ঠোটে হাত রেখে শব্দ করলেন- 'শ...শশশ...'
এবং নিচু স্বরে বললেন- 'গত তিন দিনে আমি আপনাকে পেছনে রেখে সাড়ে তিনশ ছবি তুলে শেয়ার দিয়েছি। সেলফি হিসেবে আমি এখন সবার শীর্ষে। তাই ভংচং টিভিতে আমার লাইভ ক্যামেরা রেকর্ড প্রচার করছে......উফ নবাব, **** চুলকাবেন না, দরকার হলে মাথা চুলকান।"
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০১
রিদওয়ানুল মসরুর বলেছেন: আপনে কেডা ভাই? কিসের মধ্যে কি কইলেন?
পুরাই একটা সেলফি টাইপ কমেন্ট করলেন।
ধর্ম নিয়া আপনাগো এই সব ইমোশোনাল সেন্টিমেন্ট জায়গায়-অজায়গায় প্রকাশ করে বেড়ানো রাসূলুল্লাহের শিক্ষা ছিলো বলে আমার জানা নাই।
ব্লগে ব্লগারের মত আচরণ করুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৫
রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন