![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজেট বাজেট বাজেট। আর কিছুদিনের মধ্যেই সকল পেপার-পত্রিকা, টিভি চ্যানেল দখল করে নেবে এই বাজেট। বাজেট নিয়ে টক শো হবে, হবে হাজার-হাজার লেখা; ভোক্তা অধিকার নিয়ে বড় বড় পন্ডিতগণ মহা মহা থিওরি দেবেন যদিও সে সব থিওরি শুধু চাল-ডাল-তেল নিয়ে। দুনিয়াতে যে সিগারেট বলে একতা ব্যাপার আছে এবং তা যে লক্ষ লক্ষ পুরুষের অতি প্রয়োজনীয় একটা ব্যবহার্য সামগ্রী- তা সবাই ভুলে যাবেন। গার্লফ্রেন্ড আর স্ত্রীদের আকাশচুম্বি চাহিদার কাছে মাথা নত যে ধোঁয়াশার আড়ালে পাথর এর মত পুরুষদের কাদার মত নরোম মনটা কাঁদে; সেই ধোঁয়া যে আসলে সিগারেটের তা ভুলে যাবেন খোদ টক-শোর বক্তারাও।
চতুর দোকানীরা গড়ে তুলবেন সিগারেট সিন্ডিকেট। ৯ টাকার বেনসন বিক্রি হবে ১০-১২ টাকায়। ভাবতেই, এখনি ফিলিং ইগনোরড বাই সুশীল সমাজ।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৭
রিদওয়ানুল মসরুর বলেছেন: ভাই, কুত্তার প্যাডে তো ঘি ভাত সহ্য হয় না
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: শুধু কি তাই।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২১
রিদওয়ানুল মসরুর বলেছেন: আপনার আইডিয়া বাজ সাইটে তো কোন বাজে আইডিয়া নাই; বাজ পড়ার সম্ভাবনা নিয়েও তো দেখি কোন কথা বলা হয় নাই।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
বোধহীন স্বপ্ন বলেছেন: তারচেয়ে ডানহিল টানা শুরু করি, খুব শিঘ্রী দুইটার দাম এক হয়ে যাবে।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৭
রিদওয়ানুল মসরুর বলেছেন: একা একা টানবেন?
দাওয়াত দেওয়া আমাদের সংস্কৃতি ভাই
তাই, ডানহিল টানার দাওয়াত চাই
৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ঢাকাবাসী বলেছেন: এক্ষনি ছেড়ে দিন।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৯
রিদওয়ানুল মসরুর বলেছেন: কি ছেড়ে দেবো? বেনসন? তাহলে কি ডানহিল খাবো?
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩০
অশিক্ষিত বালক বলেছেন: এইসব ছাইপাস খাওয়া বাদ দেন। টাকা দিয়া ভালা কিছু খান।