![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূল লেখাঃ https://www.facebook.com/mosrur.ridwanul (স্ট্যাটাসঃ ১৩ই মে ২০১৪)
নাইলা নাইম মেয়েটা ভালো। তার সম্পর্কে জেনে আপনার আপনি অনেক ব্যাপারেই অবাক হতে পারেন; মাগার আমি অবাক হয়েছি এটা দেখে যে ডাক্তার হয়েও তিনি একজন সাহসী বিনোদনশিল্পী। খানিকটা এক্সপেরিমেন্টাল মডেলিং করাতে তিনি যে সাহস দেখিয়েছেন, আজ পর্যন্ত বাংলাদেশে আর কেউ দেখিয়েছে বলে আমার জানা নেই। তার এই খোলামেলা পোষাকে আবির্ভূত হওয়াটা অনেকের মত আমার কাছেও খানিকটা বেমানান; কিন্তু তাতে আমার কিছু বলার নেই, করারও নেই। বছরের পর বছর ধরে আপনার-আমার ঘরে সেই হিন্দি সিরিয়াল গুলো চলেই যাচ্ছে যেগুলো আপনি-আমি তীব্রভাবে অপছন্দ করি। আমরা কি সেগুলো বন্ধ করার ব্যাপারে মাথা ঘামিয়েছি? এদেশে অসংখ্য রাজাকার মিলে প্রতিদিন হেব্বি উদ্যোগে নতুন নতুন রাজাকার রিক্রুট করেই যাচ্ছে; কিছু বলেছি আমরা, কিছু কি করেছি? সরকার দূর্নীতি করতে করতে দেশটাকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে এসেছে; কই আমাদের টনক তো নড়েনি! সানি লিওনের ভিডিও দেশের কম্পিউটার ও উন্নত প্রযুক্তির ফোন ব্যবহার করেন এমন জনসংখ্যার বেশিরভাগ মানুষই দেখেছেন এবং তাতে কারও কোন সমস্যা নেই। রাজাকাররা তো এইগুলি একটু বেশি বেশি দেখে; কাট-পেস্ট কইরা শাহবাগীদের ছবি বসাইতে হইবো তো। দেশের কোটি কোটি টেলিভিশনে সারাদিন হিন্দি সিরিয়াল চললে কারও কিছু আসে যায় না, জ্বলে না; দেশ দূর্নীতিতে ভাইসা গেলে কারো কিছু বলার সাহস থাকে না; আর একটা মেয়ে কি করছে সেইডা নিয়ে দেশ তোলপাড় করে ফালাইছেন! যেখানে যাই, যে চায়ের দোকানে বসি- শুনি দেশটা রসাতলে গেছে। আর মিয়া, দেশ বহু আগেই রসাতলে গেছে; এখন ওই রসাতলের অতল গহবরে ডুইবা আছে; আপনার চোখে মুখে এত রস লাইগা আছে, যে আপনি চোখ মেইল্যাও কিছু দ্যাখতে পাইতেছেন না।
যাই হোক, দ্যাখতে পান আর না পান; কি কইবেন সেইডা আপনার ব্যাপার। ভাইবা বইলেন; চিন্তা না কইরা অন্যের কথায় সুর মেলানোর কোন মানেই নেই; কারণ আপনেরা বুদ্ধিমান।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৪ সকাল ৯:২৯
ফেরদাউস আল আমিন বলেছেন: কিছুটা হোলেও, আপনার সাথে একমত