![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক!!
• লেবাননের আইন অনুসারে কোনপুরুষ লোক গৃহপালিত পশুর সাথেসহবাস করতে পারে!!
কিন্তু পশুটা অবশ্যই মাদী হতে হবে!! মদ্দা পশুর সাথে সহবাস করারশাস্তি হলো মৃত্যুদন্ড!!
• ইন্দোনেশিয়ায় হস্তমৈথুনের শাস্তি হলো মুন্ডচ্ছেদ!!
• গুয়ামের আইন অনুসারে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারেনা!!
তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বেরঅভিশাপ মুক্ত করার কাজ করে!!
মেয়ের বাবা-মা সাধারনতঃ এই কাজেরজন্য অনেক টাকা থরচ করেন!!
মজার বিষয় হলো এরা কাজ শেষেসার্টিফিকেট দেয়!!
• হংকং এর আইন অনুসারে কোন মেয়ের স্বামী পরকীয়া করলে তাকে সে খুন করতে পারে!!
তবে খুনটা করতে হবে খালি হাতে!!
আর যে মেয়ের সাথে পরকীয়া প্রেম করছিল, তাকে খুন করারজন্য যেকোন অস্ত্র ব্যবহার করা যাবে!!
(সংগৃহীত)
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
রিদওয়ান ইসলাম বলেছেন: হুম তা তো বটেই , তবে এই গুলোকে আমার কাছে কলি যুগের মতো মনে হয়।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০
শামীম আরেফীন বলেছেন: উদ্ভট কারবার। মজারও...
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩
কালীদাস বলেছেন: এগুলা কি আসলেই ফলোআপ করা হয়? নাকি কাগজে কলমেই?
ঢাকা ইউনিভার্সিটিতে এখনও ব্রিটিশ আইন রয়ে গেছে, কোন ছেলে কোন মেয়ের সাথে ডিপার্টমেন্টাল অথরিটির লিখিত পারমিশন ছাড়া এবং অথরিটি মনোনীত টিচারের সামনে ছাড়া কথা বললে উভয়কে ২৫ পয়সা জরিমানা করা হবে। কাগজে কলমেই!!
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২
রিদওয়ান ইসলাম বলেছেন: সবক্ষেত্রে হয়তো ফলোআপ করা হয় না, কিছু ক্ষেত্রে হতে পারে।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
ঢাকাবাসী বলেছেন: সাংঘাতিক কারবার!