নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অগোছালো একজন মানুষ।কোন কিছুই গুছিয়ে বলতে পারি না,তবে গুছিয়ে বলার চেষ্টা করি।

রিদওয়ান ইসলাম

রিদওয়ান ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নব্য পাকি দালাল

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

১৯৭১ সালে বাঙ্গালী জাতির উপর পাকিস্তানী হানাদার বাহিনীর হামলা-নির্যাতন,বর্বতার কথা সারা বিশ্ববাসী জানে।সেই সাথে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথাও সবার জানা আছে।একই সাথে এদেশীয় পাকি দালাল ও রাজাকারদের কথাও সবার মনে আছে।ইতিমধ্যে এইসব পাকি দালাল,যুদ্ধাপরাধীদের শাস্তি হচ্ছে,কয়েক জনের শাস্তি নিশ্চিতও করা হয়েছে।যাদের শাস্তি নিশ্চিত হয়েছে এরা সবাই চিন্হিত ও প্রভাবশালী রাজাকার ছিলো।যুদ্ধাপরাধীদের এই বিচার বানচাল করার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে পাকিস্তান।কাদের মোল্লার ফাঁসিতে তারা সংসদে শোক প্রস্তাব আনার কথা বলে,মুজাহিদ ও সাকার ফাঁসিতে তারা বিব্রত বোধ করে।শুধু তাই নয়,, মুজাহিদ ও সাকাকে তারা সাচ্চা বন্ধু বলে আখ্যায়িত করেছে।পাকিস্তানীরা এইসব কর্মকান্ড করে ,নিজেরাই আবার প্রমানিত করল তারা এদেশে গণহত্যা চালিয়েছিলো এবং তখন এইসব চিন্হিত যুদ্ধাপরাধী সহ অনেকেই তাদের সাহায্য করেছে।এখনো পাকিরা বাঙ্গালীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।পাকি কূটনীতিক এদেশে বসেই দেশের বিরুদ্ধে জঙ্গী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।আর পাকিদের এমন কর্মকান্ডে সহোযগিতা করছে কিছু বাঙ্গালী।এদেরকে আমারা নব্য রাজাকার ,নব্য পাকি দালাল বলতে পারি।এইসব নব্য রাজাকারদেরও বিচার হওয়া দরকার।
ক্রিকেট খেলায় আমরা অনেক সময় পাই এদেশীয় কিছু মানুষ পাকিস্তানের পতাকা নিজের গালে আঁকে।এদেরকেও আমরা নব্য রাজাকার বলতে পারি।মূলত: এরা খুবই ভয়ঙ্কর।তা না হলে যে দেশের সেনাবাহিনী আমাদের দেশে বর্বোরচিত হামলা চালিয়ে ৩০ লক্ষ মানুষকে হত্যা করছে,২ লক্ষ মা-বোনকে ধর্ষন করেছে, সে দেশের পতাকা কী করে মানুষ নিজের গালে লাগায়?? এইসব নব্য পাকি দালালদের বিচার করার সময় এসে গেছে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.