![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ণো সাইট বন্ধের সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে হয় আমার কাছে।কারন পর্ণো সাইট গুলো বন্ধ হলে ধর্ষণের পরিমান বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।আমেরিকায় মাথা ঠান্ডা রেখে পুরুষরা যেনো কাজ করতে পারে,সেজন্য হস্ত মৈথুন বুথও খোলা হয়েছে রাস্তার ফুটপাত গুলোতে এবং বিভিন্ন জায়গায়।
আসলে আমাদের আরো চিন্তা ভাবনা করা উচিত।পর্ণো সাইট বন্ধ করলে কী ধরনের সমস্যা হতে পারে ,, সেগুলো সম্পর্কে অবশ্যই ভাবা উচিত।
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হোসেন মালিক ভাইয়ের মন্তব্যের সাথে কঠিনভাবে সহমত।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
জনি চৌধুরী বলেছেন: আপনার চিন্তাটা বেতিক্রম, আমি মনে করি পর্ণ সাইট বন্ধ করা উতিচ আর এটা নৈতিক শিক্ষার অভাবে প্রতিদিন বাড়ছে, আরও একটি কারণ অপরাধীর বিচার না হওয়া অর্থাৎ বিচারহীনতার অভাব। একমাত্র নৈতিক শিক্ষাই পারে আপনাকে সকল অপরাধ থেকে বাঁচাতে।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭
স্টিভ অস্টিন বলেছেন: shutting down adult sites will not solve the problem if we dont adapt sex education in proper way in junior school. well, your logic regarding bust in rape is a lame excuse.
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫
হোসেন মালিক বলেছেন: আপনার ধারনা ভুল।
ধর্ষণ যারা করে তারা নিয়মিত পর্ণ দেখে বিকৃত যৌনাচারকে স্বাভাবিক বলে ধরে নেয়। এক সময় ব্রথেলে যাওয়া শুরু করে। এই সব বিকৃত মানসিকতার লোকগুলিই পরে চার-পাঁচ বছরের শিশু কন্যার দেহ দেখে লালায়িত হয়।
যে অ্যামেরিকায় মাস্টারবেসনের জন্য রাস্তার পাশে বুথ খোলা হয়েছে, সেই দেশের ধর্ষণ রেকর্ড খোজ নিয়ে দেখেন ভয়াবহ অবস্থা। বিশ্বের সিংহভাগ পর্ণ ইন্ডাস্ট্রি গড়ে তোলার পেছনে ওই দেশেরই নাগরিকদেরই অবদান বেশি।
গর্বের সাথে বলতে পারি, আমি পর্ণ দেখি না (টিন এজ বয়সে দেখতাম অবশ্য) , আমার সামনে কোন নারী উলঙ্গ হয়ে হাঁটলেও ধর্ষণ করব না। বরং আমার চোখের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেব।
পর্ণে দেখানো সেক্সুয়াল কনটেন্ট গুলোর সাথে কুকুরদের ইন্টারকোর্সের তেমন তফাৎ নেই। নারীকে ভোগ্যপণ্য ছাড়া আর কিছুই দেখায় না এতে। এ দেখে ধর্ষণ প্রবণতা কিভাবে রুখবেন?
নারীকে কিভাবে মর্যাদা দেবেন তা নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত থাকতে পারে। তবে মাথায় রাখতে হবে, যে ব্যক্তি আশে পাশের নারীদের রানীর ন্যায় সম্মান করে করে বুঝবেন সে কোন রানীর ঘরেই লালিত পালিত হয়েছে।