![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি দেশে যেভাবে কুপিয়ে মানুষ মারা হচ্ছে তাকে কোপানোর মহাউৎসব বললেও ভুল হবে।আর এই দিকে সরকার ও পুলিশ তদন্ত করতে করতেই দিন পার করছে, হয়তো ভবিষ্যতেও করবে। জঙ্গি গোষ্ঠী যেনো কোপ দিয়ে মানুষ মারাকে হালাল করার চেষ্টা করছেন।বাংলাদেশে আইএস জঙ্গিরা কোপা কুপি না করলেও দেশিয় জঙ্গি, যেমন-জামাত-শিবির,হেফাজতে ইসলাম,আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি জঙ্গি গোষ্ঠী কোপাকুপির খেলায় মেতেছে।
গতকাল রাতে কলাবাগানে কোপের কারনে মৃত্যুবরণ করেন সমকামীদের ম্যাগাজিন "রূপবান" এর সম্পাদক জুলহাস মান্নান ও তাঁর বন্ধু তনয় মজুমদার।কারা চায় না এদেশে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা হউক কিংবা যারা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তাদের কারা হত্যা করতে পারে তা আমরা জানি।
২/৩ আগেই নিজ বাসা থেকে একটু দূরে কোপের কারণে মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে।সে নাস্তিক ছিলেন না,ছিলেন না ব্লগার।সে সংস্কৃতিমনা ছিলো,সেঁতার বাজাতে ভালোবাসতেন।এটাই হয়তো তাঁর দোষ।আমরা জানি কারা এদেশে পহেলা বৈশাখ,প্রকাশ্যে গান-বাঁজনা পছন্দ করে না কিংবা এগুলা যারা করে তাঁদের কোন গোষ্ঠী বা চক্র হত্যা করতে পারে তাও আমরা জানি।
দেশের যে পরিস্থিতি কবে যেনো আমার মতো নীরিহ মানুষ কোপ খেয়ে যেতে হয়।
অবিলম্বে সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।সেই সাথে এই ধরণের কাজ যারা করছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫
জনি চৌধুরী বলেছেন: ধর্মীয় দল গুলোকে ডাল হিসাবে ব্যবহার করে আসল খুনিদের আড়াল করার চেষ্টা, তদন্তের আগে আমরা মুখস্ত বলে ফেলি কে বা কারা এই কাজ করেছে এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। সরকার নিজেই খুনের নেশায় মেতেছে, নামে বেনামে তার বাহিনীদের ব্যবহার করে প্রতিদিন খুম খুনের রাজত্ব কায়েম করছে, সরকার চুপ থাকে যখন অন্যদলের লোক খুন হয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, খুম খুন একটি অপরাধ সেই যেই হোক, যে দলের হোক বিচার হওয়া উচিত। তদন্তের আগে ফালতু মন্তব্য থেকে বিরত থাকা উচিত যাতে প্রশাসনের দৃষ্টি সঠিক তদন্ত থেকে বিচ্যুত না হয়।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪
বিজন রয় বলেছেন: চলুক।