![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-যার যার রোল নম্বর দেখে বসো। এক জনের সীটে আরেকজন বসবে না। পরে ধরা পড়লে কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না।
-সবাই জায়গায় বসো। এখনই খাতা দেওয়া হবে।
-রোল নম্বর লিখতে কেউ ভুল করবে না।
-না, আগে প্রশ্ন দেওয়া যাবে না। ঠিক সময় মতোই প্রশ্ন দেওয়া হবে।
-প্রশ্ন পেয়েছো। এখন কোন কথা না বলে লিখতে থাকো।
-এই তুমি পিছনে তাকাচ্ছো কেন?
-একটা কথাও হবে না। এটা কি মাছের বাজার পেয়েছো?
-এই! এই!
-এই কী ব্যাপার?
-এই ছেলে! তুমি ঢেকে লেখো।
-এই তুমি ওর খাতার দিকে তাকাচ্ছো কেন?
-এই তুমি যদি ওর খাতার দিকে আবার তাকাও দুই জনেরই খাতা নিয়ে নেবো।
-কেউ নকল করার চেষ্টা করবে না।
-ঘাড়টা ঘুরাবে আর খাতা নিয়ে নেবো।
-এই দেখি তোমার খাতা দাও। দশ মিনিট দাড়িয়ে থাকো।
-না, কোন মাফ হবে না।
-আরে কথা হচ্ছে কেন? দেখি কে কথা বলে?
-দেখি তোমার হাতে ওটা কী?
-ছিঃ ছিঃ পরীক্ষার হলে নকল করতে তোমার একটুও লজ্জা করলো না। যাও বের হয়ে যাও।
-না। তুমি আর খাতা পাবে না। যাও বাইরে যাও।
-না। এক ঘন্টা পার না হলে বাইরে যাওয়া যাবে না।
-এই ছেলে তুমি এখনও দাড়িয়ে রয়েছো কেন? যাও।
-পরীক্ষার সময় এত টয়লেটে যাওয়া কেন?
-লুজ শীট কার কার লাগবে? যার লাগবে এসে নিয়ে যাও।
-নিজের সিটে এসে বস।
-এই তুমি মোবাইল নিয়ে এসেছো কেন? জানোনা পরীক্ষার হলে মোবাইল নিষেধ? এখনই বন্ধ করা ওটা।
-সময় দেখার জন্য মোবাইল নয়, ঘড়ি নিয়ে আসবে।
-এই তুমি আবার কথা বলছো?
-এটা তোমার লাস্ট ওয়ার্নিং। এর পরেরবার খাতা নিয়ে নেবো।
-এই তুমি খাতা নিয়ে সামনে আসো। এখানে বসো।
-আর এক ঘন্টা আছে।
-কীপ সাইলেন্ট। এটা পরীক্ষার হল।
-এই তুমি সরে বসো।
-এই তুমি জায়গা ছেড়ে উঠছো কেন?
-এই তুমি সোজা হয়ে বসো।
-না। আর বাইরে যাওয়া চলবে না।
-আর 30 মিনিট।
-এখন একটা কথা বলবে তো খাতা নিয়ে নেবো।
-সবাই খাতা সেলাই করে নাও। পিয়ন চলে গেলে আর সেলাই হবে না।
-না, এখন আর অতিরিক্ত কাগজ দেওয়া যাবে না।
-যাদের লেখা শেষ, খাতা জমা দাও।
-তাড়াতাড়ি লেখা শেষ কর। আর দশ মিনিট আছে।
-এই তুমি খাতা জমা দিয়েছো না, বসে আছো কেন, যাও বাইরে যাও।
-দেখি তোমার খাতা দাও। অনেক সুযোগ দিয়েছি আর না।
-আর দুই মিনিট।
-সবাই খাতা গুছাও। এখনই ঘন্টা পড়বে।
-সময় শেষ। স্টপ রাইটিং।
-দাও খাতা দাও।
-আর একটুও না। দাও খাতা।
-সবাই বাইরে যাও।
-ওয়া আলাইকুম আসসালাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৬
অর্থনীতিবিদ বলেছেন: উক্তিগুলো কেমন পরিচিত লাগলো?
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪২
ভোরের সূর্য বলেছেন: পরিচিত মানে ১০০%পরিচিত। সবাই কোন না কোনভাবে শুনেছে এই কথা গুলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
অর্থনীতিবিদ বলেছেন: ঠিকই বলেছেন। ছাত্রাবস্থায় এই ধরণের উক্তি শুনতে শুনতে কান পঁচে গেছে।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৬
আলাপচারী বলেছেন: উত্তম পর্যবেক্ষণ। শাবাশ। ধন্যবাদ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
অর্থনীতিবিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
অদ্বিতীয়া আমি বলেছেন: বহুবার শোনা , পরিচিত সব উক্তি !
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:০৬
অর্থনীতিবিদ বলেছেন: এই উক্তিগুলো এতবার শুনেছি যে মুখস্ত হয়ে গেছে।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬
সদয় খান বলেছেন: দেখি তোমার খাতা দাও । অনেক সুযোগ দিয়েছি আর না ।
জটিল বস ++++++++++++
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪০
অর্থনীতিবিদ বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লেগেছে দেখে লেখাটি সার্থক মনে হচ্ছে।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮
শায়মা বলেছেন: শিক্ষকদের তখন লাগে যমদূতের মত!
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩২
অর্থনীতিবিদ বলেছেন: আসলে তারা তাদের কর্তব্য পালন করে। পরীক্ষার হলে একটি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার প্রয়োজনেই তাদেরকে কঠোর হতে হয়। পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৩
বশর সিদ্দিকী বলেছেন: মোটামুটি সবই আসছে। আমার একটা যোগ করি।
''নিজের সিটে এসে বস''
এইটা আমার ক্ষেত্রে খুব বেশি হইত।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৮
অর্থনীতিবিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার উক্তিটি আমি এখনই পোস্টে যুক্ত করে দিচ্ছি।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭
শায়মা বলেছেন: ভাগ্যিস আমার ক্লাসে কোনো পরীক্ষা নেই আর আমাকে এই সব দায়িত্বও পালন করতে হয়না।
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
অর্থনীতিবিদ বলেছেন: আপনি ভাগ্যবান। আপনার সম্পূর্ণ বিপরীত অবস্থা আমার। কলেজে নিয়মিতই পরীক্ষা হয় এবং যে উক্তিগুলো এক সময় নিজে শুনে এসেছি সেই উক্তিগুলোই এখন প্রয়োগ করি। ভালো লাগেনা তারপরও করতে হয়। পুনরায় মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৪
হৃদয় রিয়াজ বলেছেন: হে হে হে...মজা পেলুম। পুরাই সিক্যুয়েনশিয়ালি লিখলেন। স্কুল, কলেজ লাইফের কথা মনে পড়ে গেল
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৫
অর্থনীতিবিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য। আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। এই উক্তিগুলো শিক্ষা জীবনে আমিও অসংখ্য বার শুনেছি। শুনে শুনে মুখস্ত হয়ে গেছে। মনে হয় তেমন অনুগত ছাত্র ছিলাম না। সে কারণেই হয়তোবা এত বেশি বার শুনতে হয়েছে।
১০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
স্কুলের কথা মনে পড়ে গেল। আরেকজনেরটা দেখাদেখি করে লেখার সেই দিন গুলো.......
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১
অর্থনীতিবিদ বলেছেন: স্কুল জীবন খুব চমৎকার একটি জীবন অথচ যার গুরুত্ব বুঝতে পারা যায় পাশ করে বের হয়ে যাবার পর। মাঝে মাঝেই দীর্ঘশ্বাস ফেলি, হায়! আবার যদি স্কুল জীবনে ফিরে যেতে পারতাম।
১১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫০
নিক নূরুল বলেছেন: পুরান কথা মনে করাইয়া দিলেন। ধন্যবাদ।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৯
অর্থনীতিবিদ বলেছেন: যাক শেষ পর্যন্ত আপনি জেনারেল হয়েছেন। অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনার চমৎকার লেখাগুলোকে এখন থেকে ব্লগের প্রথম পাতায় দেখতে পাবো জেনে ভালো লাগছে। ভালো থাকবেন। শুভকামনা রইল।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬
হাসান মাহবুব বলেছেন: খাপে খাপ মিলা গ্যালো!
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১
অর্থনীতিবিদ বলেছেন: আপনাকে পোস্টে দেখে অনেক ভালো লাগলো। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা উক্তিই পরিচিত!
শুভেচ্ছা।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০
অর্থনীতিবিদ বলেছেন: প্রত্যেকটি ছাত্রের নিজ জীবনে শোনা উক্তি এগুলো। এর মধ্যে আমি আপনি সবাই আছি। উন্নত বিশ্বে পরীক্ষার হলে এভাবে গার্ড দেওয়া হয় না। হয়তো আমাদের পড়াশুনার সিস্টেমটা এখনো সে পর্যায়ে যায়নি।
১৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬
মারুফ মুকতাদীর বলেছেন: দারুণ!!
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৭
অর্থনীতিবিদ বলেছেন: থ্যাংকস। ভাল থাকবেন।
১৫| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
রহস্যময়ী কন্যা বলেছেন: তাইতো বলি,কথাগুলা এতো পরিচিত লাগে ক্যারে
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১০
অর্থনীতিবিদ বলেছেন: ঠিকই বলেছেন কথাগুলো পরিচিত। আমার নিজেরও। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি, ছাত্রজীবনে এই কথাগুলো শুনলে অসহ্য লাগতো।
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
মিসিং ইউ ব্রাদার , আপনার নতুন পোস্টের অপেক্ষায় রইলুম।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯
অর্থনীতিবিদ বলেছেন: দুঃখিত ভাই। পেশাগত জীবন নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আশাকরি আবার নিয়মিত হবো। খবরাখবর নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।
১৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: হ্যাঁ ভাই,সব সত্যি কথা।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০১
অর্থনীতিবিদ বলেছেন: ঠিকই বলেছেন। কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ গ্রহন করবেন।
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৬
খেয়া ঘাট বলেছেন: বাহ! একেবার হারিয়ে যাওয়া স্ম্বতি কত সুন্দর করে মনে করিয়ে দিলেন।
ধন্যবাদ।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৯
অর্থনীতিবিদ বলেছেন: আপনার ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ। আমার পরিশ্রম সার্থক। আপনাকে পোস্টে পেয়ে ভালো লাগলো।
১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
অপ্রচলিত বলেছেন: বেশ নস্টালজিক হয়ে গেলাম পোস্টটি পড়ে। সেইসব দিন ছিল যা আর কখনো ফিরে পাওয়া যাবে না।
স্মৃতিকাতর পোস্টে +++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
অর্থনীতিবিদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। পোস্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।
২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি কি একজন শিক্ষক
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১
অর্থনীতিবিদ বলেছেন: জ্বী ভাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে......