নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইখলাসের সাথে কেবলমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যাবতীয় কাজ সম্পাদন করিতে চাই ! আল্লাহ আমাদের সবাইকে ইখলাস অর্জনের তৌফিক দান করুক! আমিন

আব্দুর রাহমান রিপন

আব্দুর রাহমান রিপন › বিস্তারিত পোস্টঃ

দাম্পত্য জীবনে ভালবাসা বৃদ্ধির কয়েকটি উপায়

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩


১) বাড়ীতে প্রবেশ করার সময়, বাহির হওয়ার সময়, সফর থেকে ফিরে আসার সময় বা টেলিফোনে কথা বলার সময় সালাম বিনিময় করা ও উষ্ণ অভিনন্দন জানানো।
২) উপহার বিনিময় করা। ঈদ বা যে কোন পারিবারিক আনন্দ বা অন্য যে কোন সময়।
৩) হাসি মুখে সাক্ষাৎ করা ও কথা বলা। গোমড়া মুখ দেখলে ভাল মনও খারাপ হয়ে যায়।
৪) পরস্পরের কথা মন দিয়ে শোনা এবং তাতে অনুভূতি প্রকাশ করা।
৫) কোন কিছু ভাল লাগলে তার প্রশংসা করা। যেমন, সুন্দর পোশাক, সাজ-গোঁজ, বিশেষ কোন কথা, বিশেষ কোন কাজ বা চারিত্রিক গুণ ইত্যাদি।
৬) ভালবাসার কথা মুখে প্রকাশ করা। এ ক্ষেত্রে বাড়িয়ে বললেও কোন সমস্যা নাই।
৭) একজন রাগ করলে অপরজন চুপ থাকা। রাগ কমলে বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলা। প্রয়োজনে ক্ষমা চাওয়া।
৮) স্বামী-স্ত্রী যে কেউ হঠাৎ কোন ভুল করে ফেললে সেটাকে ক্ষমা করে দেয়া এবং বারবার সেটা তার সামনে পেশ করে তাকে বিব্রত না করা।
৯) পারিবারিক ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তান প্রতিপালন ইত্যাদি বিষয়ে দুজনে পরামর্শ করা।
১০) স্ত্রীর গৃহস্থালির কাজে যথা সম্ভব সাহায্য করা।
১১) অসুখ-বিসুখ, মানসিক অস্থিরতা বা স্ত্রীর গর্ভ ধারণ ইত্যাদি ব্যক্তিগত বিষয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা।
১২) একে অপরকে সুখী করার মানসিকতা নিয়ে আচরণ করা ও পারস্পারিক শ্রদ্ধা বোধ বজায় রাখা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

মাকড়সাঁ বলেছেন: শেয়ারিং এর জন্য ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

আব্দুর রাহমান রিপন বলেছেন: JazakALLAH KHERA জাজাকাল্লাহ খাইর

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

অনিক০০৭ বলেছেন: ভাই ভালোবাসা থাকলে এগুলো এমনিতেই হয়। লিস্ট করে করতে হয় না।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২

আব্দুর রাহমান রিপন বলেছেন: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু
ভাই আপনি কি বিবাহিত.........? JazakALLAH KHERA জাজাকাল্লাহ খাইর

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৪

সজিব্90 বলেছেন: টাকা ছাড়া কিভাবে ভালবাসা পাওয়া যাবে সেই বুদ্ধিটা দেন।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

অনিক০০৭ বলেছেন: হ্যা ভাই আমি বিবাহিত এবং আলহামদুলিল্লাহ বিবাহিত জীবনে খুবই সুখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.