নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবলিশ বিরোধী কিবোর্ড................!

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

৫২১ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি করল জাতিসংঘ-ইসরাইল

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭





১৪৯৩ সালে মুসলমানদের শেষ রাজধানী স্পেনের গ্রানাডা শহরে আক্রমণ করে রাজা ফার্দিনান্ড ও রাণী ইসাবেলার খ্রিষ্টান বাহিণী।এসময় তারা ঘোষণা দিয়েছিল মসজিদে আশ্রয় নেয়া মুসলমানদের হত্যা করা হবে না।ফলে সরল প্রাণ হাজার হাজর মানুষ মসজিদে আশ্রয় নেয়।আর এই সুযোগটাই কাজে লাগায় ফার্দিনান্ড- ইসাবেলা।তারা ভস্ম করে দেয় হাজার হাজর মসজিদ।সাথে লাখ লাখ মুসলমানকে।আজ ৫২১ বছর পর সেই ঘটনারই পুনরাবৃত্তি করল জাতিসংঘ-ইসরাইল। ফিলিস্তিনের সরলপ্রাণ মুসলমানেরা ভেবেছিল,যেখানেই হামলা হোক অন্তত জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে হামলা হবে না।অবশ্য জাতিসংঘও এব্যাপারে তাদের উৎসাহিত করেছিল। কিছুটা রাজা ফার্দিনান্ড - রাণী ইসাবেলার মত।আবার ঠিক এই দুই রাজা-রাণীর মতই তারা ফিলিস্তিনিদের হত্যা করল।একবার হলে এটা দুর্ঘটনা ভাবা যেত।কিন্তু এটা ঘটেছে একাধিক বার।আসলে মুসলমানেরা একটা সাপ মারলেও কেউ কেউ মামলা করে বসে।আর অমুসলিমরা হাজার হাজার মানুষ মারলেও কিছু হয় না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিয়তির নির্মম নিষ্ঠুরতা!!!!!!!!!!!!!!!!

কি করবেন বলুন..

যেখানে খোদ আরব ভূমির ভূমিপুত্র নামের কুলাঙ্গারেরাই নিরব..............

অথচ সারা পৃথিবী ফুসছে ক্ষোভে....

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ বলেছেন: ঠিকই বলেছেন,ভাই।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৩:২৫

বাংলাদেশী দালাল বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: নিয়তির নির্মম নিষ্ঠুরতা!!!!!!!!!!!!!!!!

কি করবেন বলুন..

যেখানে খোদ আরব ভূমির ভূমিপুত্র নামের কুলাঙ্গারেরাই নিরব..............

অথচ সারা পৃথিবী ফুসছে ক্ষোভে....

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ বলেছেন: আর আপনি কি বলছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.