নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবলিশ বিরোধী কিবোর্ড................!

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

এবার ঈমান আনার পালা কুখ্যাত কাফেরদের

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

পরীক্ষার খাতায় প্রয়োজনীয় তথ্য পূরণ না করে ১০০% সঠিক উত্তর করলেও পাশ করা যায় না|মানুষের ঈমান হচ্ছে পরীক্ষার খাতায় প্রয়োজনীয় তথ্য পূরণ করার মত|ঈমান না থাকলে কখনও জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না|তাই বলে ঈমান থাকলেই যে দোযখে প্রবেশ করবে না তার কোনো মানে নেই|একজন মানুষের পাপের প্রায়শ্চিত্য হবার পূর্ব পর্যন্ত তাকে দোযখে কাটাতে হবে|অনেকে ধারণা করে যতই পাপ করুক,ঈমান থাকলে দোযখে জ্বলে একদিন জান্নাতে প্রবেশ করবেই|তাদের ধারণাটা ঠিক হলেও তারা বোকার স্বর্গে বাস করছে|আসলে দোযখে উপর থেকে নিচে পারতেই তাদের ৭০ বছর (দুনিয়ার সময়) সময় লাগবে|তাহলে তারা পাপের প্রায়শ্চিত্যের পর কখন জান্নাতে প্রবেশ করবে তা কেবল আল্লাহ্ তা'আলাই ভাল জানেন|

প্রকৃতিবাদীদের তত্ত্ব সম্পর্কে আমার ভালো ধারণা নেই|আগে ছাত্র ইউনিয়ন করার সুবাদে মার্কসবাদ সম্পর্কে কতিপয় ধারণা লাভ করেছিলাম,যা আমাকে ছাত্র ইউনিয়ন ছেড়ে BICS-এ যোগদান করতে বাধ্য করেছে|স্বল্প জ্ঞানে যতটুকু জেনেছি কার্ল মার্কসের সমাজতন্ত্র আল্লাহ্ দ্রোহী|যদিও এর বেশি কিছু জানার চেষ্টা করি নি|আসলে আল্লাহ্ দ্রোহীতা মূলক কর্মকান্ড আমি আগেও ছিলাম না,এখনও নেই-ইনশাল্লাহ্ ভবিষ্যতেও থাকবো না ।

অতিসম্প্রীতি একটি খবর পেয়েছি|১৬শ বছর আগের বাইবেলের কথা আর আল-কোরআনের বেশ কিছু কথা কথা হুবুহু মিলে গেছে|সেখানে যিশুকে ঈসা আঃ বলে অভিহিত করা হয়েছে|ঈসা আঃ নিজেকে রাসুল হিসেবে পরিচয় দিয়ে এক আল্লাহ্ ইবাদত করার জন্য আহ্বান জানাচ্ছেন|আর এ নিয়েই তোলপার গোটা ভ্যাটিকান সিটি|ইচ্ছা হলে নিচের লিংকে গিয়ে খবরটি পড়তে পারেন এতে আপনার চিত্তপ্রশান্তি অর্জিত হবে|
লিংক :-১http://www.dailymail.co.uk/news/article-2105714/Secret-14million-Bible-Jesus-predicts-coming-Prophet-Muhammad-unearthed-Turkey.html
News UPDATED: 12:14 EST, 24 February 2012২।


(তথ্যসূত্রঃ
১|আল হাদীস
২|http://www.dailymail.co.uk/news/article-2105714/Secret-14million-Bible-Jesus-predicts-coming-Prophet-Muhammad-unearthed-Turkey.html
News UPDATED: 12:14 EST, 24 February 2012)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: না জেনে কোন কিছু উপস্থাপন টিক নয় । কোরআন , ইন্নাল্লাজিনা আমানু অয়াআমিলুচ্ছালিহাতি । তোমরা ঈমান আন এবং সটীক পথে চল । ঈমান স্বয়ং আল্লাহ রাছুল
বা পাক কাল্মা শরিফ ।
প্রভু আগে না হুকুম আগে । প্রথমে প্রভুর প্রতি বিশ্বাস তার পর তার যাবতীয় হুকুম আহকাম
মেনে চলা । প্রভুর প্রতি ঈমান নাই যাবতীয় এবাদতের কোন মুল্য নেই । কারন যিনি এবাদত কারীকে পুরস্কার দেবেন সেই দাতা যদি অখুশি থাকে তাহলে হাদিসে নবীজী বলেন লোক দেখানো এবাদত আল্লাহ্‌র নিকট নিন্দনীয় ।
আর ঈশা আঃ এর কথিত ব্যাখ্যার লিংক নাই এটা পেস্ট কপি ।

০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ বলেছেন: ভা্ই আমি না জেনে কি উপস্থাপন করলাম?

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

ইনফা_অল বলেছেন: এই লোকটিকে (পরিবেশ বন্ধু) কে বলবে, সব কিছই আতলামীর জায়গা না।

আল্লাহ স্বয়ং পবিত্র কুরআনে বলেছেনঃ
"স্মরণ কর, যখন মরিয়ম-তনয় ঈসা (আঃ) বললঃ হে বনী ইসরাইল! আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল, আমার পূর্ববর্তী তওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আগমন করবেন। তাঁর নাম আহমদ। অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন তারা বললঃ এ তো এক প্রকাশ্য যাদু"। (As-Saff: 6)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.