নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবলিশ বিরোধী কিবোর্ড................!

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কোথায়?

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৪

অভিজিৎ রায়ের খুনী কি ফারাবী?হতে পারে।তাহলে সাগর রুনীর খুনী কে?প্রতিদিন শত শত মানুষ নিখোঁজ হচ্ছে।আবার অনেকের লাশও মিলছে।এদের খুনী কে বা কারা?টিএসসি তে ছাত্রীকে যৌন হয়রানি করা হল।এর আগে ধর্ষণে সেঞ্চুরী করে অনেকে মিস্টি বিলি করেছে।তারা কোথায়?কি দোষ ছিল দর্জি বিশ্বজিতের?স্রেফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতাকে বিকৃত করায় খুলনার মল্লিকের সাত বছরের কারাদন্ড হতে পারলে বিশ্বনবীকে নিয়ে বিকৃত বক্তব্য দেওয়ায় লতিফ সিদ্দীকির ফাঁসি হবে না কেন?বাংলাদেশের ৯০ ভাগ মুসলমান।কিন্তু শতকরা ৩৫ ভাগ আম্লীগ।তাহলে এতে অসম্ভবের কি আছে?আইন পরিবর্তন করে যদি আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া যায় তাহলে লতিফ সিদ্দীকির ক্ষেত্রে তা প্রযোজ্য নয় কেন?বিটিভিও তিলকে তাল করে ফেলে।মামলা তো দূরের কথা নোটিশ পর্যন্ত যায় কিনা সন্দেহ।আর স্রেফ একটা ফলস ছবির জন্য মাহমুদুর রহমান এতদিন যাবৎ জেলে কেন?আমার দেশের প্রিন্ট সংস্করণ,ইসলামিক টিভি,দিগন্ত টিভি বন্ধ কেন?এসব বলতে গেলেই দোষ।আসলে ৩০ লক্ষ প্রাণ বৃথা গেছে।নারী হয়েও ২লক্ষ নারীর সম্ভ্রমের মূল্য বুঝতে পারে নি আমাদের শাসকেরা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.