![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিক্যবাদীদের ধারণা মৃত্যুই জীবনের সমাপ্তি।একথার পক্ষে তারা যুক্তি দেখায় মৃত্যুর পর আমরা কাউকে জীবিত হতে দেখি নি।কথাটা ঠিক।আমরা এটা দেখি নি।কিন্তু কোনো মেয়ে গর্ভধারণের পূর্বে আমরা জানি না গর্ভের সেই শিশুটা কোথায় থাকে।আমরা ১বার যেহেতু জীবন পেয়েছি সেহেতু মৃত্যুর পর দ্বিতীয় বার জীবিত না হবার কারণ কি।তাছাড়া এমন ১টা দিন আসতেই হবে যেদিন প্রতিটি কর্মের প্রতিদান দেওয়া হবে।যে প্রকৃতিবাদীরা কর্মের কথা বলে তারাই কর্মকে অস্বীকার করে।দুনিয়ার ভালকাজগুলোর পুরষ্কার,খারাপ কাজগুলোর তিরষ্কার আবশ্যিক।যারা গোপনে কটু কাজ করে তাদের শাস্তি হওয়া কি প্রয়োজন নয়?তাছাড়া আমি যদি ভালো কাজের কোনো পুরষ্কার না পাই,তবে কেন আমি ভাল কাজ করব?মন্দ কাজ করলে তো আমি বেশি লাভবান হতে পারি!সুতরাং সামগ্রিক দিক বিবেচনা করে এ কথাই প্রমাণ হচ্ছে এমন ১টা দিন আসা আবশ্যিক যেদিন সকল পাপের সঠিক বিচার হবে।
©somewhere in net ltd.