নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিজভী_বুয়েট

রিজভী_বুয়েট › বিস্তারিত পোস্টঃ

ব্যাংক চেক বই হারালে যেভাবে মারা খেতে হবে আপনাকে...

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪

বাসায় রুম চেইঞ্জ করার পর থেকে সোনালী ব্যাংকের চেক বই আর খুঁজে পাই নাহ :( প্রায় এক বছর ব্যাংকে যাব যাব করে আর যাওয়া হয় না। কিন্তু এখন বুয়েট ছেড়ে আসতে হবে তাই সব ঝামেলা মিটিয়ে মেলার প্রয়োজন অনুভব করলাম... ব্যাংকে যেয়ে যে কথা শুনলাম তাতে ভয় পেয়ে গেলাম... পরিশেষে যা করতে হলঃ

১। হারিয়ে যাওয়া চেক বই দিয়ে টাকা উত্তোলন বন্ধ করানো
২। থানায় জিডি
৩। সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন কাউকে জামিনদার দেখিয়ে অঙ্গীকারনামা পূরণ করা
৪। অঙ্গীকারনামায় ৩০০ টাকার অ্যাডিসিভ স্ট্যাম্প বসানো, যা আমি সুপ্রিম কোর্ট থেকে কিনেছিলাম, শুনেছি সেটি প্রেসক্লাবেও পাওয়া যায়।
৫। এছাড়াও ব্যাংকের নানা কাজে এ,জি,এম এর সিগনেচার আর কিছু এপ্লিকেশন তো লাগবেই :( এগুলো হয়ত ব্যাংকে যেয়েই করা যাবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১০

সুমন কর বলেছেন: অনলাইনের যুগে, এখনো এতো ঝামেলা করতে হয়... /:)

২| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৬

নতুন বলেছেন: বাইরের দেশে মানুষ ব্যাংকের শাখা কোথায় তাই ভুলে যাচ্ছে। প্রায় সব কিছুই এটিএম আর কলসেন্টারে কল করেই সম্ভব। এখন আসছে মোবাইল+অনলাইন ব্যাংকিং।

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৮

বিপরীত বাক বলেছেন: আরে নাহ।। ওই ব্রাঞ্চে সার্ভিস খুব ভালো।।। আমি শুধু জিডি দিয়ে নতুন চেক বই তুলেছিলাম যতদুর মনে পড়ে।। আর হল কর্তৃপক্ষ ই তো রেফারেন্স।।।
আবার নতুন রেফারেন্স লাগবে কেন???
আমার কাছে এখনও পুরোনো চেকবইটা আছে।। খুব ভাল লাগে দেখতে।। চিকন লম্বাটে চেকবই টা কত আর্থিক সংগ্রামের কথা মনে করিয়ে দেয়।।
কম্পেনসেটরির টাকাটা খুব উপভোগ করতাম।।
মেডিকেলের ওষুধের টাকাও পেয়েছিলাম একবার।। ওই ওষুধ টা ছিল না তাই।।

৪| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮

ঢাকাবাসী বলেছেন: সরকার যতই ডিজিটাল নিয়ে বকবক করুক আদতে আমরা আছি উনবিংশ শতাব্দীর বাচ্চা এনালগের যুগেই। একটা বিদ্যুৎ বিল দিতে আড়াই ঘন্টা লাইনে দাড়াতে হয়! চেক বই হারালে এত গ্যান্জাম? আমরা নাকি গুগল ফেসবুক বানাবো?

৫| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪

শেখ মফিজ বলেছেন: যারা উচ্চপদে কাজ করছেন
তাদের তো আর এখন নিজেদের ডিজিটাল
উচ্চতায় তুলতে পারেন নি ।

৬| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এতো কিছু তো লাগার কথা না!

ধন্যবাদ







ভালো থাকবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.