![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
আপনার, আমার এবং তার জন্মের শুরুটা যেমন হয়েছিল কান্না দিয়ে। তেমনি শেষটাও হবে ঠিক কান্না দিয়ে। মৃত্যুর সময় খুব কম সংখ্যাক মানুষই হাস্য উজ্জল বদনে পরোলোক গমন করেন।
এর একটা চমৎকার ব্যাখ্যা আমি আমার মতো করে দেবার চেষ্টা করবো। আপনার জীবনের ১ম শুরুটা যখন হয়। আপনি বা আমি তার কিছুই জানতামনা। শুধু মনে রাখুন- কোটি কোটি জীবনের দৌড় থেকে আপনি আমি বা আমরা জয়ী হয়েই পৃথিবীর আলো বাতাসে বড় হয়েছি বা হচ্ছি। এটাও একটা লাক বা ভাগ্য। আপনি খুব বেশি পরিশ্রম করছেন। লক্ষ, লক্ষ কোটি কোটি টাকা ইনভেষ্ট করে গ্রুপ অব কোম্পানীর মালিক হয়েছেন।
কিন্তু আপনার জন্য দুঃসংবাদ যে, আপনি রাতে ঘুমাতে পারেন না।হাজার চিন্তা মাথায় ঘুরপাক খায় আপনার।অথচ, একজন দিন দিন মুজুর বা রিকশাওয়ালা ভাই দিব্বি গাছের তলায় অথবা রিকশাতেই শান্তির ঘুম ঘুমাচ্ছে।
তার একটাই চিন্তা ‘ডেইলি হ্যান্ড টু মাউথ আর্নিং’।সুখ টা মনের ব্যাপার। সুখের পেছনে যারা খুব বেশি ঘুর ঘুর করবে। জগত সংসারে তারাই দুঃখি।পারলে মানুষের উপকার করুন। অপকার করবেন না। আপনার পাহার সম ক্ষমতা। রাস্তা থেকে কাউকে ডেকে এনে দুই গালে চড় বসিয়ে ক্ষমতা জাহির করা সব থেকে বড় দূর্বলতা যদি বোধ শক্তি থেকে থাকে উপলদ্ধি করুন। যা পারবেন না তা জাহির করে আত্ব-সম্মান বিকানো ভাল মানুষের কাজ নয়। ধান্দাবাজরা নিজেদের জাহির করতে পছন্দ করে।
আমার এলাকায় একজন ২০ বছর যাবৎ ক্ষমতার মসনদে বসে নিজেকে অশেষ ক্ষমতাবান মনে করে জাহির করেন। শত শত পরিবার তার দ্বারা ক্ষতি গ্রস্থ।আমি সেইসব মানুষের মুখের ভাষায় তার জন্য শ্রদ্ধা নয় ঘৃণা দেখেছি। সম্মান কামানোই হাজার বছর বেঁচে থাকার পূন্য রোজগার করলেন।
কারো উপকার করতে না পারলে, ক্ষতি করার চিন্তা আনাটাই বড় পাপ।একদিন না একদিন আপনিও ঠিক ততটুকু ক্ষতিগ্রস্থ হবেন, যতটুকু ক্ষতি আপনি অন্যর করেছেন।
যাই করুন, সৎ থাকুন। কথা, কর্মে অথবা আচরণে। চরিত্রহীণ নিজের যৌবনকে খারাপ উদ্দেশ্য শুধু ব্যবহারই বোঝায় না। আচরণ, ব্যবহার , কথা বার্তায় নেতিবাচক মনোভাব এসব ও আপনার আমার চরিত্রেরই অংশ।
যে কাজই করুন, সম্মানের সাথে করুন। স্বপ্ন সবাই দেখে। স্বপ্নের বাস্তবায়ন তখনই হয় যখন আপনি আমি বা আমরা সঠিক সময়ে সঠিক মানুষ/কর্ম/ এর সংস্পর্শে আসি।
এখানে ভাগ্যেটাই বড় বিষয়।সুতরাং, স্বপ্নের ডানা মেলুন নির্ভাবনায়।
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬
রুবে৭১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!!
২| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬
আরোগ্য বলেছেন: শুভ ব্লগিং...
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭
কাওসার চৌধুরী বলেছেন:
ব্লগে আপনাকে স্বাগতম। শুভ কামনা রইলো।