![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
সুন্দরী নারীর গাত্রে মাখানো সুগন্ধির গন্ধের চেয়ে পাশদিয়ে যাওয়া লাশের আতরের গন্ধটা আমাকে বেশী আকৃষ্ট করে। আপনাদের করে কিনা জানিনা, তবে এতেই প্রমানিত হয় যে আমাকে মৃত্যুটাই বেশী আকৃষ্ট করে এবং সুন্দরের চেয়ে বেশী সত্য আমার মরণ। তাইতো আমি ক্যারিয়ার নিয়ে এতটা ভাবিনা। এই ক্যারিয়ার ক্যারিয়ার ভাবনাটা একেবারেই মুছে দিতাম যদি পরিবার পরিজন নামক শুদ্ধতাটা না থাকতো।
অথচ দেখেন, আমরা সুন্দরের পূজারি হয়েই দুনিয়াটা পার করলেও সাদা কাফনের সেই সুন্দরের দিকে আদৌ খেয়াল রাখিনি। বিয়ে, দাঁড়ি পাকা, দাত পরে যাওয়া, চুল পরে যাওয়া, চামড়া ঢিলে হওয়া মৃত্যুর সংবাদ সলেও আমরা ব্যস্ত ক্ষমতার মোহেই। মনেহয় আমৃত্যু থাকবো প্রতিজন। আফসোস ! আমাদের শক্তি আর ক্ষমতার। যেখানে শেষ পোশাকের রং নেই, পকেটও নেই। কি অদ্ভুত না...?
আর সেই অদ্ভত বিষয়টাকেই আমরা প্রতিনিয়ত এরিয়ে যাই, যাচ্ছি হয়তো যাব।
উপরের লেখাটা আমার না। তবু আমার, আমাদের। আজকাল, নিজেকে খুব বেশি ঠুনকো আর মূল্যহীন বলে মনে হয়। যখন নিজেকে খুজে পাই অমূল্য কোন এক চাকুরীর মূল্যায়নের মধ্যে দিয়ে।
আমার চাকুরী নেই তাই আমার মূল্য ও নেই। অথচ, যোগ্যতার বিচারে আমার কস্টে অর্জিত সনদ গুলো বাস্তবতার কাছে ঠুনকো 50 গ্রাম কাগজ বৈ আর কিছু না।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
হাবিব বলেছেন: সুন্দর লিখেছেন। লেখাটা পড়তে পড়তে হাছন রাজার কথা মনে হচ্ছিল। লিখতে থাকুন। ভালো করবেন আশা করি।