![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
জোগলু: জানেন যতিন ভাই, যুদ্ধ
শেষে ২৭০০ কোটি টাকার
অস্ত্র-সরঞ্জাম লুট করেছিলো
ভারতীয় সেনাবাহিনী?
( অমৃতবাজার দৈনিক-১২ মে
১৯৭৪) যতিন- আরে কী বলিস,
ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে
সাহায্য করেছে। : ৭৪ সালের
চুক্তি সত্বেও ভারত তিন বিঘা
করিডোর হস্তান্তর করেনি
বাংলাদেশকে ! – ভারত
আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে
সাহায্য করেছে। : ভাই ৭৫
থেকে বাংলাদেশকে পানির
নায্য হিস্যা দেয়নি। পদ্মা
শুকিয়ে আজ বাথরুমের টাংকি !
বছরে ২০০ কোটি টাকার ফসল
উৎপাদন বন্ধ ! – ভারত আমাদের
বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য
করেছে। : ভাই খড়া মৌসুমে
তারা বাধ দিয়ে পানি আটকে
রাখে, আর ভরা মৌসুমে বাধ
ছেড়ে দিয়ে বাংলাদেশকে
ভাসিয়ে দেয়! – ভারত আমাদের
বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য
করেছে! : সুল্ক জটিলতা
সৃষ্টিকরে প্রায় ২০ হাজার
কোটি টাকার বানিজ্য ঘাটতি
তৈরী করেছে ! – ভারত
আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে
সাহায্য করেছে। : প্রতিবাদের
পরেও টিপাইমুখে বাধ দিচ্ছে –
সিলেটের ১৬ জেলা মরুভূমি
হয়ে যাবে ! – ভারত আমাদের
বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য
করেছে। : হিন্দি চ্যানেল
প্রচার করতে ৩০০০থেকে ৪৫০০
কোটি টাকা ভারতকে দেয়া
হয়। কিন্তু বাংলাদেশী
চ্যানেল ভারতে নট অ্যালাউড!
– ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে
সাহায্য করেছে। : ভাই -গত ৪৪
বছরে ৬১হাজার বাঙ্গালীকে
সীমান্তে হত্যা করেছে !! –
ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে
সাহায্য করেছে। : আমাদের
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন! সেই সুন্দর
বনকে ধ্বংসের জন্য তারা
উঠেপড়ে লেগেছে! – ভারত
আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধে
সাহায্য করেছে! : আপনার
গর্বের জায়গা ‘ক্রিকেট’
নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে, কেমন
ছোটলোক !? – ভারত আমাদের
বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য
করেছে। : আশ্চর্য ভাই,
সাংস্কৃতিক আগ্রাসন, অভ্যন্তরীণ
রাজনীতিতে নির্লজ্জ
হস্তক্ষেপ, মাথারউপর
দাদাগিরি সহ নানাভাবে
বাংলাদেশ আজ ধর্ষিত
ভারতের কাছে ! – ভারত
আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে
সাহায্য করেছে। : এই যে
আমাদের গর্বের
সেনাবাহিনী, তাদেরকে
নিয়েও তারা কত ষড়যন্ত্র করছে,
বিডিআর বিদ্রোহ থেকে আরো
কত কী! – ভারত আমাদের বন্ধু।
মুক্তিযুদ্ধে সাহায্য করেছে! :
ভারত ৪২ বছর ধরে স্বাধীনতায়
সহযোগিতার নামে
বাংলাদেশ শোষণ করছে ! –
তবুও..তোরে আর কয়বার বলব,
ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে
সাহায্য
©somewhere in net ltd.