নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

আমিই আমি ও শিক্ষা জাতির মেরুদণ্ড

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩



**অনিমেষ তুই অনেক বেড়ে গেছিস মামা, যা খাবার খেয়ে নে, আর টাইম পাবিনা। কারন, আসবার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই**

কলকাতা অধিকাংশ বাংলা ছি:ছি:নেমার সংলাপ এই রকমই। যা মাঝে সাঝে অনিমেষ সেন কে দেয়া হয়। ভোদ্রলোক তা আবার আমাদের সামনে তুলে ধরেন। তার সব লেখাই পড়ি। উদার মনা আমাদের এডুকেশন মিনিষ্টার। টিনেজ বাচ্চারা যদি স্কুল,কলেজে কুত্তা স্টাইলে ভারতীয় টিভি সিরিয়ালের মত একজন আর একজনকে প্রেম নিবেদন করে, জড়িয়ে ধরে, চুমু খায় এটা নাকি দোষের কিছু নয়।

মাথার বাল সব ত শেষ। সাথে বিবেকটাও ভোতা কাস্তের মত হয়ে গেছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রীর। আংকেল সময় পেলে যে বিটিভি না দেখে স্টার জলসা দেখেন অনুমান করে বলা যায়। নইলে স্কুল কলেজের মত পবিত্র জায়গায়, উহা যে জায়েজ তার কনস্পেট ওনি পেলেন কোথায়?
কস্ট কোথায় জানেন! আমরা জন গণ ভাল মানুষের চুলা হতে পারিনাই। মা, বইন সবার নাই বলেই ভদ্রজনের কথায় কেউ প্রতিবাদ করেনি।
দেশে লাখ লাখ ছেলে পুলে এ+ পাচ্ছে। তাদের অনেকেই জানেনা বিজয় দিবস, স্বাধীনতা দিবস কি।
প্রেম ভালবাসা না শিখিয়ে ওই এ+ দের দিবস চেনান। হইছেন শিক্ষা মন্ত্রী!

অনিমেষ, আপনি কাদের নাড়া দিচ্ছেন। এরা ত আগেই পড়ে গেছে।
তবুও লিখুন। বিবেক যদি উঠে দাঁড়ায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.