নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

# চন্দ্রবিন্দু প্রেম #

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬

# চন্দ্রবিন্দু প্রেম #

একজন কে কবে থেকে ভালবাসতাম সংখ্যাটা মনের পাজরে আটকে আছে। ফেসবুক মিডিয়ায় প্রকাশ করলাম না। দেখলাম তার ও একটা নতুন ফেসবুক আইডি হয়েছে। তার নামের সাথে হাজবেন্ডের নাম জড়িয়ে। যদি তার চোখে পড়ে তাহলে যে আমার দূব'লতাটা প্রকাশ পাবে এটা আমি কোনদিন চাইনি, চাইবওনা।

কারণ, আমার কিছু থাক বা না থাক এই আত্ব-সম্মানটাই বা কম কিসে! আজ যখন অফিসের হাড় ভাংগা পরিশ্রম করে বাসায় ফিরি উত্তপ্ত ঢাকা শহরের ঘাম ঝড়ানো ব্যস্ততাকে উপেক্ষা করে। তখন, আপনাই বুকের ভেতরকার বাতাস গুলো দীঘ'শ্বাস হয়ে বেড়িয়ে যায়। মনে হয়, কি জানি হাড়িয়ে গেছে আমার।

তবু হাসী মুখ করে অভিনয় করে চলি। আজ যতটা পেয়েছি তার সব টাই তো ছিল তার জন্য। ভালোবাসার মানুষ হারালে ও উপরে উঠার সোপান গুলো নরবরে হয়নি। মজবুত গাথূনি হয়েছে। আজ আমি ইংরেজিতে অনাস', মাস্টাস' প্লাস এলএলবি পাশ করা উচ্চ শিক্ষিত। হাই কোটে' Practice শুরু করবো অচিরেই। আল্লাহ চাইলে এল এল এম করব। ভবিষ্যতে আল্লাহ সুযোগ দিলে হয়ত ব্যারিস্টারি পড়তে লন্ডন ও যেতে পারি।

আমি জানিনা, কোন পথে ছুটেছি আমি। ৩০ এর উপরে বয়স হয়ে গেছে। তার জন্য অন্য কোন মেয়ের সাথে নিজেকে জড়াইনি।

আজব প্রেমের আজব কাহিনীর মত ছোট গল্প হয়ে গেছে আমার ইন্টারমেডিয়েটের সেই কিশোর ছেলেটার জীবন আজ পয'ন্ত।

আপনাদের বলছি। যদি কাউকে ভাল লাগে। কি হবে না হবে মুখের উপর বলে দেবেন। অবশ্য আমি ও বলেছিলাম। কিন্তু, তার এক সপ্তাহ পর তার সানাই বেজে উঠেছিল অন্য কারো সাথে। অবশ্য আমি অখুশি নই। ছেলেটার সাথে তার আগেই রিলেশন ছিল। তারা ক্লাশমেট। অবশ্য, যাকে পছন্দ করতাম, সে ছিল মহা জ্ঞানি। তার সাথে কারো নাকি রিলেশন ছিল না। সে মিথ্যাচার করলে ও এটা আমার কাছে অপরাধ নয়। প্রেম বাঁচাতে একটু মিথ্যা কথা সেটা মধুর মত। আগে আমার, একটা ফেসবুক আইডি ছিল। এখন চারটা। প্রেম! আমার জীবনে অধরাই একটা স্বপ্ন। আর সে স্বপ্ন টা এখন কেবল কুয়াশার মত।

প্রচন্ড গরম ঢাকায় ৩৩/৩৫ ডিগ্রী তো হবেই। প্রচুর সিগারেট খেতাম। ভাই আজ একটাও নেইনি। বাদ দিতে চাচ্ছি।

আমি কিন্তু ছ্যাকা খাইনি। কারন, আমি তো ট্রাই করিনি। নিজেকে সম্মানের জায়গায় তুলতে অনেক কিছু করেছি। টিউশুনি, কোচিং,স্কুলে পড়ানো, চাকরী। অ নে ক কিছু। ভাই/ বোন যাকে ভালবাসেন তাকে পাউয়াই জয় নয়, জয় তাই যা তুমি অন্যর জন্য নিজে অজ'ন করেছ। অনেক কেই দেখি প্রেমে ব্যথ' সুইসাইড করে। এটা কি ভাল দেখায়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.