![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
আকাশ সেজেছে চাদের আলোয়
শিউলি গন্ধে রাত,
আজ রাতে বাড়িয়ে ধরেছি
আমার দুটি হাত।
আর কিছু ত চাইনা আমি
থেক শুধু পাশে,
শিশির বিন্দু পড়ে যেমন
সকালে সবুজ ঘাসে।
রাগ ভুলে যাও একটু হাস
দেখি তোমার মুখ,
বষ বরণ তোমায় জানাই
লাগুক মনে সুখ।
©somewhere in net ltd.