নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

♦জাগো মুসলিম ♦

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪



ওরে ও নওজোয়ান দ্বীন ভিখারি
আছিস কেনে ঘুমায়ে,
দ্বীন ইসলাম আজ হুমকীর পথে
না উঠলে কে দেবে বল জাগায়ে।

তাকায়ে দেখরে অন্ধের দল
দ্বীন কিশতি দিচ্ছে ডুবায়ে,
আর ঘুমাসনা বেকুবের দল
শত্রুদের দে চুবায়ে।।

জংগীর জন্ম দিচ্ছে কারা
শিকড় শুদ্ধ ফেল তুলে,
ব্রাশ ফায়ারে মাইরা ফালা
ইসলামকে কেন যাস ভুলে।

জংগী যদি পড়ে ধরা
ইসলামের দিকে কেন তাকাস,
শান্তির ধম' ইসলামে কেন
সয়তানের দল দাগ লাগাস।

জংগী কি শুধু ইসলাম পয়দায়
নাকি ষড়যন্ত্র সব বিধমে'র!
কোন ধম'ই ত খারাপ না ভাই
পালন করলে স্বধমে'র।

মাতাব্বরী দাড়ি ছাড়া
করে যে ঐ আমেরিকা,
বিশ্ববাসী অন্ধ এখন
গুনছে কেয়ামতের প্রহেলিকা।

ওরে ওরে জিহাদি দল
কার মদদে মারিস বোম,
আল্লাহ র হুকুম নাই তবু
ডাইকা আনিস নিজের জম।

বাদ দে ভাই বাদ দে
আজাইরা সব ধান্ধা,
দেখ তাকিয়ে খিদের জালায়
কাইন্দা মরে গেন্ধা।

১লা এপ্রিল ভুইল্যা গেছিস
ওরে ও বেকুব মুসলিম,
মুসলিম ভাইদের মাইরা ফেলছিল
ফাডি'নাদ, ইসাবেলা জালিম।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.