![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
♦ বাদলা দিনের কবিতা♦
আমার চোখের কান্না গুলো
লুকাই মেঘের ভেলায়,
কালবৈশাখী কষ্ট আমায়
কাঁপুনি দিয়ে যায়।।
শূণ্য প্রান্তর একলা আমি
পাশে নাই যে কেউ,
হু হু কান্না আখি ভেজায়
বুকে কষ্টের ঢেউ।।
ঐ আকাশে অনেক মেঘ
কেন আমার বুকটা ভারী,
সুখ পাখি তোরর বাড়ী কই
আমায় কি দিয়েছিস তুই আড়ি।।
সব কিছু ত নিছিস কেড়ে
আর কি নিবি বাকি,
বাকি ত আর কিচ্ছু নাই
কিচ্ছু গেলিনা রাখি।।
আকাশ কেবল বুঝল আমায়
তাই দিল অঝোর ব্রষ্টি,
আমার কান্না ঢেকে দিল
ভিজিয়ে দেখা দ্রষ্টি।।
©somewhere in net ltd.