![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
আজকের এই চাঁদনী রাতে
ও চাঁদ তোমায় বলি,
তোমার ও সব'নাশী আলো দিয়ে
আমায় মেরনা গুলি।
ঝলসিয়ে দিওনা আবেগ আমার
তোমায়া বলি চাঁদ,
আজো আমার ঘুম হয়না
নির্ঘুম কাটে রাত।
কষ্ট কষ্ট মহা কষ্ট
সমুদ্রের সমান তাই,
আগুনে পুড়ে কয়লা এ মন
অবশিষ্ট দেখ ছাই।
রুপালি গিটার স্তব্দ আজ
মৃত্যু ডেকেছে তাকে,
রুপালী চাঁদ ঢেকেছে মেঘে
দেখি জানালার ফাঁকে।।
©somewhere in net ltd.