![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
বাংলা ভাষার জন্য যারা
দিয়ে গেছে প্রাণ,
তাদের জন্য লেখা হয়েছে
হাজার কবিতা গান।।
কিন্তু একদিনেতে আটকে গেছে
ভাষার জন্য পিরিত,
সবখানেতে ইংরেজি ভাষা
হইয়া গেছে নাপিত।।
দুইশত বছর চাকর ছিলাম
সাদা চামড়ার তলে,
তাদেরই মুখের বুলি
নিয়া নিছি গলে।।
এই ভাষার জন্য পর করেছি
রক্তের আপন ভাই,
সব খানেতে ইংলিশ চলে
বাংলার ব্যাবহার নাই।।
হাই কোট' এর সাহায্য লাগে
সেই বাংলা করতে প্রতিষ্ঠা,
নিজেদের বিবেক দিয়া
কখন কি করেছি চেষ্টা।
ইংরেজিতে সাইন বোড'
বিলবোর্ড এ ভরা দেশ,
রেডিও জকিদের ইংলিশ শুইনা
ভাবছি ভাষার জীবন শেষ।
একলাইন যাও বাংলা বলে
দশ লাইন তার ইংলিশ,
মুখের ভাষা হইয়া গেছে
বাংজ্ঞালিদের বাংলিশ।
আজকে যাবেন শহিদ মিনারে
ফুলের অভাব নাই,
সারা বছরভর খবর নাই
আজব সব দেশপ্রেমিক ভাই।
দু:খের কথা কি আর বলব
আমরা আজব জাতি ভাই,
ভাষার জন্য প্রাণ দিলাম
সেই ভাষাই আমাদের নাই।
আসলে বাংলা জানি কতটা
কুকুরের চিৎকার,
দূজ'ন বিদ্ধান পরিতেজ্য
তেল মারা কি দরকার!
©somewhere in net ltd.