![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
*
যখন বৃষ্টি হয়
আমি আনমনা হয়ে যাই
ভেবে যাই একাগ্রচিত্বে
কোন এক নিষ্ঠুর নিয়তি
আমায় নিয়ে খেলে যাচ্ছে
হার জিতের খেলা।
নিজেকে নিজের আজ
বড় দৃষ্টি কটু লাগে,
অপদেবতা নামক কষ্ট গুলো
নিধি'দ্বায় ফেলে যায়
দোপেয়ে দৈত্যর মানুষ গুলো।
আমার বলার কিছু নেই
অধরা ভালবাসা হারিয়ে গেছে
মন থেকে।
কাউকে ইচ্ছে করে উজার করে ভালবাসতে।
ভয় করে মন্ধা হয়ে গেছে ভালবাসার বাজার,
টাকার দামে বিক্রি হয় ভালবাসা,
সরকারী চাকরী ছাড়া উচ্চ শিক্ষিত
বেকারের বলিদান হয়,
অষ্টম শ্রেণীর বিদেশ ফেরত প্রবাসীর কাছে।
©somewhere in net ltd.