নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

***ফেসবুকের ফিকে জীবন***

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০



আমি সবে মাত্র নবীন আইনজীবীর খাতায় নাম লেখাতে যাচ্ছি (সনদ পাইনি)। অনিয়ম পছন্দ করিনা বলেই মুখের উপর কথা বলতে দ্বীধাবোধ করিনা।
এই গ্রুপের যিনি এডমিন আছেন কথাগুলোর কিছুটা হয়তো তার বিপক্ষে চলে যেতে পারে। কিন্তু কিছু করার নেই।

আজ এই গ্রুপে কোন একজন মেয়ে মনে গ্রুপের পাহারের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার সোলমেট কে চিতকার করে ডাকছে। আমার বিষয়টা একটু দৃষ্টি কটু লেগেছে এই জন্য যে, ফেসবুকে লক্ষ লক্ষ ফেক আইডি ঘুড়ছে বিশেষ করে মেয়েদের ক্ষতি করার জন্য। এই গ্রুপে কি সবাই তুলসি পাতা! একজন মেয়েই যদি তার বিপদকে ওপেনলী দাওয়াত দিয়ে নিয়ে আসে তাহলে কমন লজিক থেকে বুঝতে হবে আমরা খুব কঠিন সময় পার করছি। তারপর, তাকে বললাম "ম্যাডাম, ফেসবুকে সোলমেট খোজার পাশাপাশি, পত্রিকায় নিউজ দিলে আরো ভাল হতো এবং তা ইন বক্সেই বলেছি। তার ফিডব্যাক ছিল ঝাড়ু মারার মতন।

সে গুলো না হয় নাই বললাম। তো আমরা কি পেলাম একটা দাওয়াত পেলাম। সোলমেট হওয়ার দাওয়াত। ভাবতে পারেন, প্রতিযোগীমুলক পরিবেশ কারা তৈরি করে দেয়!
এই সোলমেট খুঁজতে খুঁজতে জিবনের ৩৩ বসন্ত পার করেছি। পাইনি। এই ভাবে বিজ্ঞাপন দিয়ে তাকে পেতে চাইনা। সে আশে পাশেই আছে। কাছেই। শুধু সেই জানেনা আমি তার আশে পাশে। একজন প্রকৃত সোলমেট আপনার পাশেই হয়ত। তাকে চিনে নেবার দায়িত্ব আপনার। শুধু শুধু খারাপ মানুষের টাগে'ট হবার কি দরকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.