![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
ছোট বেলায় বাংলাদেশী গ্রাম্য বাবা-মা তার সন্তানদের ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার গল্প বলতে বলতে ছোট বাচ্চাটির মাথায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার ভাইরাসটি এমন ভাবে তাদের মাথায়. মগজে লেগে যায় যে উড়োজাহাজ উড়ার যেই শো শো শব্দটা তার কানে যায় তখনই সে উঠান ছেড়ে ঘরের দিকে দৌড় মারে । কারন, উড়োজাহাজ সম্পর্কে কোন রকম জ্ঞান সেই শিশুটিকে দেওয়া হয়না।বলতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার বাদে বাকি প্রফেশনের প্রতি ছোট সময় থেকে সে না পায় কোন ধারনা আর না পায় কোন অনুপ্রেরণা। ফলা ফল আমাদের শুরুর শিক্ষাব্যবস্থায় গলদ দিয়ে শুরু হয়ে যায়।
আমাদের সময়ে, আমরা যে সমস্ত বিদ্যা শিক্ষা অর্জন করেছিলাম তা ছিল 100% ত্রুটিপূর্ণ। যার দায় ভার নিতে হবে এই দেশের অবিবেচক পুস্তক লেখকদের, জাতীয় পাঠ্য পুস্তক প্রণেতাদের।
অ- অজগর, অজগরটি আসছে তেড়ে। আ- আমটি আমি খাব পেড়ে। এই আবোল তাবোল বুলি পড়ার জন্যই কি এই স্বাধীন বাংলাদেশে আমার জন্ম হয়েছিল। আজ আমি মাস্টার্স পাশ করে সরকারী চাকুরীর বয়স পার করেছি। ক-ত টাকা যে পরীক্ষার ফি পারপাস দিয়েছি হিসেব নেই। আমার ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে উঠা হয়নি। সব দিকেই এখন আমাকে বেঁধে রাখা হয়েছে।আমি এখন কি করবো। জীবনের এই চ্যাপ্টার তো একটাই।সেই চ্যাপ্টার নিয়ে দেশেরে কর্তা ব্যক্তিদের খেলা করার কি কোন অধিকার ছিল! আমার তো কোন দোষ নেই। তবে আমি কেন শাস্তি পাচ্ছি!
বিয়ে করতে গেলে সবার আগে চাই, উচ্চ শিক্ষিত, চাই দামী চাকুরী, কোনটা কম পড়লে রিজেকটেড। সম অধিকার! অথচ মেয়ের বেলায় কিচ্চুর দরকার নেই।
কোথায় আছি! স্বাধীন দেশে! নাকি স্বাধীনতার শব্দে আবদ্ধ আমি বা আমরা পরাধীনতার শৃঙখলে। যাব কোথায়?
©somewhere in net ltd.