![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। অথচ, আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য যথেষ্ট টাকা পাই না। অথচ পৃথিবী থেকে চিরবিদায় নেবার পরও বহু মানুষের প্রচুর টাকা উদ্বৃত্ত থেকে যায়।
একজন চীনা বিত্তবান মারা গেলেন, ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে নিলেন।
সদ্য বিবাহিত ড্রাইভার ভাবলেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখি আসলে আমার সহৃদয় মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন!
নিরেট সত্যটি হচ্ছে: অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ্য জীবন লাভ করা বেশি জরুরী।
তাই কে বা কার জন্য শ্রম দিচ্ছি তা না ভেবে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত।
আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ
> দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
> একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।
> প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
> কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।
> সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। তাই বাকি ৩০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।
তাই ...
> অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।
> অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
> মানুষকে ক্ষমা করে দিন।
> রাগ পুষে রাখবেন না।
> পিপাসার্ত না হলেও পানি পান করুন।
> গুরুতর সমস্যা না হলে ছেড়ে দিন, যেতে দিন।
>সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছেড়ে দিতে হয়, ছাড় দিতে হয়।
>ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
>ধনী না হলেও তৃপ্ত থাকুন।
> মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন।
(কাজী খুরশিদুজ্জামান উৎপল ভাইয়ের মূল পোষ্ট অবলম্বনে,ঈষৎ সংকলিত)
©somewhere in net ltd.