![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
হসপিটালের বেডে শুয়ে আছে আরিফ। ছল ছলে চোখ। চোখে মুখে হতাশার ছাপ। পাশের বেডেই আমার আত্বীয় এডমিটেড। ঢাকায় থাকার দরুন আমিই মাঝে মাঝে যেতাম। সেখান থেকেই আরিফের সাথে আমার পরিচয়। কুশল বিনীময় হওয়ার পর থেকেই মনটা ভাল নেই আমার। আমি সবার মতো অত বড় মাপের লেখক নই। গরীবকে নিয়ে কেউ ভাবেনা। কথাটি যেমন সত্য তেমন এদের ধারাবাহিক দুঃখটাও একটার পর একটা লেগেই থাকে। যেখানে আমি নিজেই একজন গরীব।
পরিবারের বড় ছেলে আরিফ। ছোট ভাই শফিক আর তার মাকে নিয়ে তিন সদস্যর সংসার তার। তার বাবা করিম মিয়া রোড এক্সিডেন্ট মারা যাবার মা রাহেলা বেগম পড়ে যান অতল পাথারে।
©somewhere in net ltd.