![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
তোমার জন্য সূর্য হাসে
হাসে রুপালী চাঁদ,
তোমার জন্য শুভ্র সকাল
তারা ভরা রাত্।
তোমার জন্য বৃষ্টি পড়ে,
কুয়াসা ঘেরা সন্ধ্যা,
তোমার জন্য রক্ত গোলাপ
সুরভীত রজনীগন্ধ্যা।
তোমার জন্য পবিত্রতা সব
অপবিত্র থাক দূরে,
তুমি থাক সবার হৃদয়ে
মণি কোঠায় জুড়ে।
আজকে তুমি কাঁদিলে
তবু সবাই হাসে,
ছোট্ট শরিরে নাড়াচাড়ায়
আনন্দে সবাই ভাসে।
হাজার পরিকল্পনা তোমায় ঘিড়ে
বাদ থাকেনা কিছু,
মহিমান্বিত হোক জন্মদিন তোমার
হে আজিকার শিশু।
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩
হাবিব বলেছেন: কুয়াসা< কুয়াশা, শরিরে
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। ভাল লাগা।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: শিশুদের জন্য ঢাকা শহরের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি?