![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
ভেজাল ভেজাল ভেজালরে ভাই
ভেজাল সারা বাংলায়,
ভেজাল ছাড়া খাঁটি মাল
পা্উয়া যায়না চেষ্টায়।
আবুলে ভেজাল মালে ভেজাল
ভেজালরে ভাই টাকে,
আবোল তাবোল ভ্যাটের চোটে
টাক মাথা খায় কাকে।
দুধ মাখা ভাত খায়না কাকে
কালো বেড়াল নাই,
দেশে এখন ঘুড়ে বেড়ায়
হাজার শেয়াল তাই।
নির্বাচনের হুক্কাহুয়া ডাক
চলছে হায়,
জনগণ দেবে ভোট
জানাবে যে রায়।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
অগ্নিবেশ বলেছেন: প্রথম পাতায় কোবতে আর কোবতে।
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: মানুষে ভেজাল সবচেয়ে বেশি।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লিখেছেন ।।।। সুন্দর ভাষা।