![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
হয়তো আমার কবিতা কেউ পড়বেনা
বলবেনা কেউ....
আমাকে নিয়ে কথা
কিংবা আমি থাকবো না
তোমার কাছে আমি পরাজিত।
আমি সত্যিটাকে ভালবাসি
তাই হয়তো আমি কারো ভালবাসা পাইনা,
হয়তো পাবোও না কোনদিন!
মরণের পর সবাই বোঝে,
শুধু বাঁচে আশা।।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
আরোগ্য বলেছেন: একদিনেই সব পোস্ট করার পরিকল্পনা আছে নাকি?
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: পনার কবিতা আমি পড়লাম।
কবিতায় ধার নেই, তেজ নেই।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
২০ শে নভম্বরে আপনি সামুতে ৬টি কবিতা প্রকাশ করেছেন; পাঠকদের পক্ষে এত বেশী কবিতা ১ দিনে পড়া সম্ভব হবে না, মনে হচ্ছে!