![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।
ভাবছি! আজ আর কিছু লিখবো না। আমি নাকি ইদানিং বেশি লিখি। নবাগতরা নিয়ম জানেনা। আমি ও তাই। সিনিয়রদের কাছ থেকে শিখেছি। আজকের কয়েলকে মশা যখন বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে। তার ছবিটা না দিযে পারলাম না। সবাই ভাল থাকুন।
২| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: এই ছবিটা সামুতে আরও বেশ কয়েকজন পোষ্ট করেছেন আগে।
তারা পোষ্টে ছবির সাথে লিখেছেন- আরে বিশ্বাস তো তখনই উঠে গেছে যখন দেখলাম কয়েল এর গায়ে মশা বসে আছে।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন:
