নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

কি হবে এই অসহায় রাষ্ট্রের...... Who will take the responsibility?

১৮ ই মে, ২০২৩ রাত ১০:৪৫

দেশটির তকদিরে কি আছে, আমি, আপনি বা সে কেউ জানিনা। শুধু এইটুকু জানি বা মনে হচ্ছে যে ভাল কিছু এই দেশের তকদিরে নেই। নইলে দেশ আর দশের চিন্তা কেউ করছেনা। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি এমপি, মন্ত্রী, সরকারি আমলা, কামলা কারো মনে দেশ নিয়ে সুই পরিমান চিন্তা নেই। দ্রব্য মূল্যর উধ্ব'গতি, চারিদিকে অন্যায়-অত্যাচার, খুন, জখম, চুরি, ডাকাতি, ধষ'ণ, দূনি'তী, মাদক, চোরাচালান, অবৈধ চোরাচালান, আইনের অবমাননা কি হচ্ছেনা দেশে!

কিসের লোভে হচ্ছে এসব? এর জবাব কারো কাছেই নেই। আমরা অন্যায়ের পশ্রয় এমনভাবে দিয়েছি যে, আমাদের গাঁ সওয়া হয়ে গেছে। আমার মতে, এমন রাষ্টের আমাদের কি আসলেই দরকার ছিল? বংগ বন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহয়াদী', শহিদ জিয়াউর রহমান, রাষ্টপতি এরশাদ এরা এমন দেশটি চায়নি।

পশ্চিম পাকিস্তানের অত্যাচারী মনোভাবের শৃংখল থেকে একদিন এদেশের জনগণ বের হয়ে এসেছিল। কিন্তু, স্বাধীনতার নেমে এই পরাধীনতার শৃংখল থেকে কেউ বের হতে পারছিনা। কারন, অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে ভুলে গেছি। পরাধীনতার ফাসি আমাদের গলায় চেপে বসেছে। আমরা তা ছাড়াতে পারছিনা।

যে জয় বাংলা স্লোগান দিয়ে একদিন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছিল। সেই জয় বাংলাই আজ আমাদের পরাধীনতার বেরী পড়িয়ে রেখেছে।

স্বাধীনতার স্ব-পক্ষের শক্তির দল উন্নয়নের গলাবাজি করে করে ক-ত পিছিয়ে দিয়েছে আমাদের জাতীয় জীবনকে।

এই প্রশ্নের জবাব কে দেবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বিরোধী দলীয় নেত্রী খালেদাজিয়া। নাকি তাদের পুত্র আর কন্যা সন্তানেরা, নাকি ওই সব নেতা কমী'রা যাদের কারনে আমার দেশটা খালি হয়ে যাচ্ছে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৩ রাত ১১:১৪

তানভির জুমার বলেছেন: দেউলিয়ার দেশ শ্রীলঙ্কায় চিনি ৮০/- টাকা
দেউলিয়ার পথের দেশ পাকিস্তানে চিনি ৫৮/- টাকা
আর আউলিয়ার দেশে চিনি মাত্র ১৫০/- টাকা।

২| ১৮ ই মে, ২০২৩ রাত ১১:৫৬

আহমেদ জী এস বলেছেন: রুবে৭১,




আমাদের ভুলের কারনে জগদ্দল পাথরের মতো মাথায় তুলে বসিয়ে দেয়া একশ্রেনীর দুর্নীতিবাজদের কারনে এই রাষ্ট্রের কিছুই হবেনা, যতোক্ষনে আমরা আওয়াজ না তুলি , যতোক্ষনে হতভাগা মানুষেরা রাস্তায় নেমে না আসে.......................

৩| ১৯ শে মে, ২০২৩ সকাল ৮:৫৪

শেরজা তপন বলেছেন: হ্যাঁ দিন দিন দুর্নীতি সহ সমস্যা ভয়ঙ্কর রূপ ধারন করছে- যা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু তারপরেও আমি আশাবাদী; পরিবর্তন একদিন হবেই।
তবে স্বর্গের পরাধীনতা থেকেও আস্তাকুড়ে স্বাধীনতা অনেক বেশী উপভোগ্য।

৪| ১৯ শে মে, ২০২৩ সকাল ১০:৫৪

নতুন বলেছেন: শেরজা তপন বলেছেন: হ্যাঁ দিন দিন দুর্নীতি সহ সমস্যা ভয়ঙ্কর রূপ ধারন করছে- যা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু তারপরেও আমি আশাবাদী; পরিবর্তন একদিন হবেই।
তবে স্বর্গের পরাধীনতা থেকেও আস্তাকুড়ে স্বাধীনতা অনেক বেশী উপভোগ্য।


আমাদের দেশের এই অবস্থার জন্য আমাদের মানুষেরাই দায়ী। ভীন দেশীরা না।

দূনিতিবাজেরা আমাদের পরিচিত, বন্ধুবান্ধব, আত্নীয় স্বজন। আমরা কি তাদের ব্যপারে কোন পদক্ষেপ নেই? সম্ভবত খুবই কম মানুষ আছে যারা তাদের পরিচিত দূনিতিবাজদের বিরুদ্ধে সরাসরি কিছু বলেন।

সমাজে সবাই মিলে দূনিতি বিরোধী বোধ শুরু না হলে কিছুই হবেনা।

দেশের অবস্থা খারাপ হচ্ছে। কিন্তু পরাধীনতা জাহান্নামের মতন।

৫| ১৯ শে মে, ২০২৩ দুপুর ১২:০৭

কবিতা ক্থ্য বলেছেন: কারে কি বলিবো আমি, নিজেই অপরাধী।

৬| ১৯ শে মে, ২০২৩ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?

৭| ১৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

এমজেডএফ বলেছেন: স্বাধীনতার পর থেকেই এক শ্রেণীর লোককে সব সময় বলতে শুনেছি, "এ দেশ বরবাদ হয়ে গেছে, এ দেশের কিছু হবে না, এ দেশের কোনো ভবিষ্যৎ নেই' ইত্যাদি সস্তা লোক দেখানো কথা। একই কথা শুনতে শুনতে কান ভোতা হয়ে গেছে। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে এত বেশি এগিয়েছে যে, যা ৫ বছর আগেও অনেকে কল্পনাও করেনি। চোখে টিনের চশমা পড়ে দেখলে এগুলো নজরে আসবে না।

পথে-ঘাটে, চায়ের দোকানে, আড্ডায়, ফেবু, ব্লগে, বক্তৃতায় আমরা সবাই বলি - 'চারিদিকে অন্যায়, অত্যাচার, ঘুষ, দুর্নীতিতে দেশ ভরে গেছে।'। আমরা সবাই যখন এ কথা বলি, তাহলে অন্যায়-দুর্নীতিটা করতেছে কে? এগুলো সব ভণ্ডামী! এসব ভণ্ডামী না করে প্রত্যেকে নিজ নিজ জায়গায় সৎভাবে নিজেদের দায়িত্ব পালন করলে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে।

Who will take the responsibility?
Me, you and everyone of Bangladeshi people.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.