নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার জীবন নেই তার আবার প্রতিচ্ছবি! জীবন বলতে কি কেবল শুধু বেঁচে থাকার নাম! নাকি অন্য কিছু। আমি তো জানি সামগ্রিক প্রতিকুলতার মাঝে সবার সাথে কিছু গল্পের সমন্ময়ে সুখ, দুঃখ, হাসি, কান্নার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করার পর মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে আবেগ দিয়ে বি

রুবে৭১

আমার নাম রুবেল। পাঁচ ফুট দুই ইঞ্চির খুব সাধারণ একজন মানুষ। স্বল্পভাষী, মিশুক, আর পরস্বার্থে কাজ করতে ভাল লাগে। চশমা ব্যবহার করি। বিশ্বাস প্রবণ আবেগী একটা মানুষ। বাবা তারা মিয়া, মা মারা গেছে অনেক আগে। বাড়ি টাংগাইল। মাস্টার্স করেছি ইংরেজীতে , তবু বাংলা আমার শিকড়। ভূলিনা।

রুবে৭১ › বিস্তারিত পোস্টঃ

অনেক কিছু বদলে গেছে............।

১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৭

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেই ২০২৩ সালে কবে যেন লিখেছিলাম। তারপর নিজেকেই হারিয়ে ফেলেছিলাম সংসার নামক এক মহাসমুদ্রের অতল গহবরে। তবুও ভুলে যাইনি যে, একদা আমি এখানে লিখতে আসতাম। মনের আবেগ, অনুভূতি, ভালো লাগা, মন্ধ লাগা।
বিয়ে করেছিলাম প্রথম কোন ভূল নারীকে। সে চলে যাবার পর অপেক্ষায় ছিলাম, ভূল বুঝে ফিরে আসবে। আসেনী। আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত একা হয়ে যখন জীবন নামক মরুর বুকে মরতে বসেছিলাম। আরেকজনের হাত ধরতেই চাইলাম। সেও ফাঁকি দিয়েছিলো। আমি শুধু এ ঢাল ও ঢাল করে হাতরে বেড়িয়েছিলাম। অবশেষে একটা নরবরে নরম গাছে পাতলা একটা ঢাল পেয়েছি। আল্লাহ মালিক অনেক সুন্দর একটা ফুল দিয়েছে আমাকে।

অনেক কিছু বদলে গেছে। আমার বাবাকে হারিয়েছি। ভাইয়ের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। অথচ কি করিনি সবার জন্য। বড় ছেলে হবার এটাই মনে হয় সব থেকে বড় অপরাধ। নিজের আপন চাচাতো ভাই মার্ডার করার জন্য ঘুড়ে বেড়ায়। প্রশাসনের সহায়তা চাইতে গেলেও, পাইনা। অথচ, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। অপরাধ গুলো এখনো আগের মতোই আছে।
দালাল বিদেশ নেবার কথা বলে ৯০০০০ হাজার টাকা পাসপোর্ট সহ মেরে দিয়ে আরামছে দিন কাটাচ্ছে, অভিযোগ করার পরেও প্রশাসন সহায়তা করেনী।

কোথায় যাবো? ইউনুছ সরকার প্রধান হয়েছে। আমাদের কি লাভ? আমারতো কোন পরিবর্তন হলোনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.