নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ুসমুদ্রেই যার শিয়র শিশিরে তার কিসের ভয়

রকি০০৭

রকি০০৭ › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলামের লং মার্চ, হরতাল ও আমার ভাবনা...

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

অবশেষে হরতাল ডাকল নিজেদের "দেশপ্রেমিক" হিসেবে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লাগা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, শাহরিয়ার কবির গং। সারা সপ্তাহ কাজ করে মানুষ এই শুক্র আর শনিবার দিন দুইটাই একটু বিশ্রাম, কেনাকাটা, বা ঘোরাঘুরির জন্য রাখে। এই দিন দুইটার জন্য অপেক্ষা করে। এই দিনে হরতাল দিল তথাকথিত সুশীল সমাজের কিছু সু- শীল (অন্য কোন অর্থ কেও ভাব্লে নিজ দায়িত্তে ভাববেন।) এরা ইসলাম তো মানেই না উলটা ফাপর মারে, হরতাল দিয়া নাকি অন্যরা দেশ ডুবায় দিতাসে। এরা নাকি আবার দেশপ্রেমিক। এরা দেশপ্রেমিক হতে পারে কিন্তু দেশের মানুষ প্রেমিক না সিউর। যদি আজকে লং মার্চ হেফাজতে ইসলাম না দিয়ে হিন্দু/ বৌদ্ধ/ খ্রিস্টান ধর্ম রক্ষা পরিষদ দিত, তাইলে এরাও সাথে সাথে সাপোর্ট দিত, বক্তব্য দিত এ দেশের সংখ্যালঘুরা নির্যাতিত উপেক্ষিত বলে। এরা আর কিছু পারুক না পারুক দেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে নষ্ট করতে উস্তাদ। আমার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান রা সব খারাপ। এরা খালি জঙ্গিগিরি করে আর দেশের সংখ্যালঘু মানুশদের মারে, এটা বলতে এদের খুব ভালো লাগে। এরা ছাড়া বাকি কেওই দেশ কে ভালবাসে না দেশের কথা ভাবে না। দেশের কথা ভাবার দেশ কে ভালবাসার সব দায়িত্ব এরা একা নিছে । সব ফটকাবাজ রা এক হলে যা হয় আর কি। আরও একটা কথা শুন্তেছি, সরকারি দলের ডাকা হরতাল নাকি এইডা। সেক্টর কমান্ডার ফোরাম, এ কে খন্দকার, কেন জানি এই শুনা কথাটা সত্যি মনে হচ্ছে। সরকার নাকি অন্য কোন পথে হেফাজতে ইসলাম কে বাধা দিতে না পেরে চিনহিত সব আওয়ামি পন্থি "অরাজনৈতিক" সংগঠন কে দিয়ে এই হরতাল ডাকছে। শেখ হাসিনার প্রিয় ডায়ালগ "সাপ হয়ে দংশন করা ওঝা হয়ে ঝারা" ই যে তার প্রিয় নীতি ও হয়ে গেছে, তা ও জাতি বুঝতে পারল। এদিক দিয়ে হরতাল ডাকাবে এইসব খড়কুটা কে দিয়ে, হুজুর রা তো বোকা, ক্ষেপে যাবে, সরকার পুলিশ আর তাদের দলের ক্যডার দিয়ে ইচ্ছামত পেটাবে আর দোষ দিবে ওদের। বেটির বুদ্ধি (পড়েন কু বুদ্ধি) আছে ভালোই। শেষ করব কয়েকটি লাইন(সংগৃহীত) দিয়ে ...



আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে

নষ্টদের অধিকারে যাবে আমাদের বুদ্ধি ও বিবেক,

নষ্ট হয়ে যাবে বুদ্ধিজীবিরা,

বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রান্তরে

আর হয়তো কেউ তার স্বপ্ন ভাঙার বিচারের দাবি নিয়ে আসবে না

কারণ, নষ্ট বুদ্ধিজীবিরা নষ্ট করে দিয়ে যাবে আমাদের মনন, আমাদের চেতনা

নষ্টদের অধিকারে যাবে আমাদের স্বত্বা...।



বি দ্র ঃ ইতিমধ্যে নষ্টদের অধিকারে সব চলে গেছে... কিছু বাকি নাই।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভুদ উটের পিষ্টে চলছে দেশ

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬

রকি০০৭ বলেছেন: ঠিক বলেছেন ভাই...

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

আমার স্বপ্নগুলি বলেছেন: বামরা দেশটাকে রসাতলে নেবার সুজোগ হাতছাড়া করবে কেমন করে!


কিছু প্রশ্ন উত্তর- বিষয় হেফাজতে ইসলাম পোষ্টটা ঘুরে আসতে পারেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

রকি০০৭ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। ঠিকই বলেছেন...

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

কলাবাগান১ বলেছেন: সব কিছু (দেশটাকে) রাজাকারদের হাতে দিয়ে, আমরা সবাই ঘুমিয়ে থাকলে বোধহয় খুশী হতেন

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

রকি০০৭ বলেছেন: দুইলাইন বেশি বুইঝা ফালাইছেন...

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

এম আর সুমন বলেছেন: এসব সংগঠনের কোনো লোক নাইতো ভাই। হরতাল করবেটা কে? ভালই হয় যদি এরা নিজেরা বাইরে না বের হয়। একটা দিন অন্তত ভাল থাকতাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫

রকি০০৭ বলেছেন: হি হি হি ঠিক বলছেন ভাই

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

নায়করাজ বলেছেন: বোঝা যাইতাছে, আপনে একলাই ভালো লোক।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

রকি০০৭ বলেছেন: বেশি বোঝা ভালো না

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

রেজা সিদ্দিক বলেছেন: খুবই অন্যায় করেছে। এটা মোটেই ঠিক হয় নাই।
আফটার অল শুক্রবারের দাওয়াত, শনিবারের সিনেমা সবই মিস। কি বলেন??

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

রকি০০৭ বলেছেন: ভাইজান এই শনিবারে ১ টায় আমার ভার্সিটির কনভোকেশন...

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

আশিকুর রহমান ১ বলেছেন: হাহাহ!!

চিন্তার কিছু নাই বামরা যে দিকেই যায় সমুদ্রের পানিও শুকিয়ে যায় :D :D

এবারো তার বেতিক্রম হবে না

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

রকি০০৭ বলেছেন: হা হা হা !!!

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

মোমের মানুষ বলেছেন: সরকারী হরতাল বনাম ঘাদানিক হরতাল

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

রকি০০৭ বলেছেন: বিশ্বে এই সরকারই একমাত্র সরকার যারা ২ টা হরতাল ডাকল প্রকাশ্যে আর অপ্রকাশ্যে আরও ৩/৪ টা । পারেও হামালিগ।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

আমি মরতুজা বলেছেন: @কলাবাগান১:
ভাই আপনার কথা শুনে মনে হচ্ছে "মুসলমান মানেই রাজাকার", তাই না?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

রকি০০৭ বলেছেন: এক্কেরে সঠিক কথা বলছেন ভাই। কোন মুসলমান এ দেশে থাকতে পারবে না... এটা হইছে তাহাদের কথা...

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২

আলুমিয়া বলেছেন: আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে
---------
নষ্টদের অধিকারে যাবে আমাদের স্বত্বা...।

এই কবিতাটা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, শাহরিয়ার কবির গংদের আরেকজন হুমায়ন আজাদের। হাহাহাহাহা।
এখন শুক্র শনিবারের জন্য মায়া কান্না। ব্যাটা বদের হাড়ি।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

রকি০০৭ বলেছেন: পাগলে কি না বলে ছাগলে কি না খায়??? আপ্নিও পাগলের প্রলাপের মত কিছু একটা বলতে চাইছেন যাহা বোধগম্য নয়

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০

এ্যানড্রোমিডা বলেছেন: মজার কথা হলো এরা হরতাডেকেছে ঠিক আছে - আমরা যে কেউ নিশ্চিন্তে বাইরে বের হতে পারি - যারা এই হরতাল ডেকেছে তার বাধা দেবে না, এমনকি একটা ঢিলও মারবেনা। কোনো গাড়ি পোড়ানোতো দূর এরা একটা কাচও ভাঙ্গবেনা - গাড়ি পোড়ানোর মত পয়সা (পোড়ানোর জন্য লোক নিয়োগের, একজনের কাছে শুনলাম ১ টা পোড়ালে নাকি রাজনৈতিক দল আর মৌলোবাদিরা ৩০০টাকা করে দেয়।) এদের নেই। এরা এতই বোকা যে মানুষের ইচ্ছার উপর নির্ভর করে হরতাল ডাকেছে - যার মন চায় পালন করবে, যার মন চায় করবে না।

এরা যখন সংখ্যালঘুদের পক্ষে প্রতিবাদ করে ওদের ওপর হয়ে যাওয়া নির্জাতনের তখন - বাইরের দেশের মানুষরা জানে বাংলাদেশে সেনসেবল মানুষরা আধিক সংখ্যায় বসবাস করে উগ্র মৌল বাদিরা নয়।

হেফাজতে ইসলামের নাস্তিকতার বিরুদ্ধে কথাবলছে - খুবই ঠিক, এটার প্রয়োজন আছে, কিন্তু তারা যেভাবে বলছে বা যে ভাবে প্রতিবাদ করছে তার পথটা ঠিকনেই। কেন জানি মনে হয় এরা ইসলামের কথা বলে আদাতে যুদ্ধ আপরাধিদের বাচাতে চাইছে। কোন এখটা গোলমাল পাকিয়ে ঘোলা পানিতে মাছ ধরতে চেষ্ঠ করছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

রকি০০৭ বলেছেন: সব কিছুতেই আপ্নারা যুদ্ধ আপরাধ ছাড়া আর কিছু দেখেন না, না? এরা সঙ্খালঘুদের পক্ষে প্রতিবাদ করে, ঠিক ই বলছেন, নাস্তিকরাও তো সংখ্যালঘুই। এ জন্যই তো আপনাদের বাবা শাহরিয়ার কবীর বলে "আমার ছেলেদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে তার " আর তার কোথায় এটাও হরতালের একটা কারন। যে কোন টি ভি খবর দেখেন, তার বক্তব্য পাবেন। আর এরা সুযোগ পেলেই ইসলাম কে পচায়, এরা সঙ্খালঘুদের পক্ষে নয়, ইসলামের বিপক্ষে কথা বলে। আর আপনার কথা মতই ওদের জনসমরথন নাই, ওরা কেন হরতাল ডেকে মানুষের ভোগান্তি বাড়াবে যদি সত্যিই ওরা দেশের মানুষের ভালো চাইত?

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

টি-ভাইরাস বলেছেন: হেফাজতে ইসলাম কে আটকাতে হবে এই কথা যে বলবে সে হবে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর যে বলবে হেফাজতে ইসলাম কে তাদের গণতান্ত্রিক অধিকার অনুসারে সমাবেশ করতে দেউও হোক সে হবে জামাত/ রাজাকার . ইমরান সরকার হরতালে রাস্তা আটকাই বইসা থাকব কিন্তু তারা তো জামাত আর রাজাকার এর বিরুদ্ধে ছিলো এর মাঝে হেফাজতে ইসলাম কবে ঢুকলো .... ইমরান সরকার সব কিছু বাংলালিংক দামে পাইতাছে মনে হচ্ছে

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

রকি০০৭ বলেছেন: ইমরান সাহেব হরতাল ছারাই হাম্বা লীগের ক্যাডারদের নিয়ে রাস্তা আটকে বসে থাকতে পটু...আর সব কিছুর মধ্যে যুদ্ধাপরাধীর বিচার বানচালের ছায়া দেখা তাদের মানসিক রগে দাড়িয়ে গেছে.
আপনার সাথে সহমত টি-ভাইরাস...

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

এ্যানড্রোমিডা বলেছেন: ব্লগে লিখতে হলে - পরমত সহিস্নু হতে হয়, আপনার মতের সাথা অন্যের দ্বিমত থাকতেই পারে - আপনি আপনার যুক্তি দিন।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

রকি০০৭ বলেছেন: চোখের ডাক্তার দেখান, নাইলে আপ্নার কমেন্টের প্রেক্ষিতে আমার উত্তর টা আবার পড়েন...

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

তথই বলেছেন: লেখক বলেছেন: চোখের ডাক্তার দেখান, নাইলে আপ্নার কমেন্টের প্রেক্ষিতে আমার উত্তর টা আবার পড়েন...

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: হরতাল মানেই কি মানুষ ভর্তি বাস পোড়ানো? বাসায় চুপচাপ বসে লংমার্চবাদীদের বিরুদ্ধে করা এ হরতাল সমর্থন করলেই হয়! এতে নাদান বাচ্চাদের মত হাসাহাসি করার কী আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.