নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

ডাক বাক্সটা শুন্যই পরে থাকে .।।।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

ঊনিশের শেষ প্রান্ত ছুঁয়ে যে পাঁচ তলা দালান টা দাঁড়িয়ে আছে তার গা ঘেঁষেই

ছোট্ট লাল ডাকবাক্স।ধূলো জমে মলীন তার চেহারা খানা, বহুদিনের অব্যহৃত অভূক্ত বাক্স খানা কেবলি উপহাস করে চলেছে।

সেই কিশোরি বেলার দিন,স্কুল থেকে ফিরেই ওর মুখ টা একবার হলেও খোলা চা -ই চাই-যদি কোন চিঠি এসে থাকে।যেন তেন চিঠি না-বন্ধুর হাতের লেখা চিঠি।ও বয়সে চিঠি বন্ধুর চলটা ছিলো বেশ,কোন এক অজানা প্রান্ত থেকে মিষ্টি করে কেউ লিখছে আর এ প্রান্তে তা পড়ার টেবিল জায়গা করে নিচ্ছে -সে এক অন্যরকম ভালো লাগা।আর এই ভালো লাগার মাত্রা আরো বহুগুন বাড়িয়ে দিতো ভুল বানানের আবেগীয় কথার মালা যাকে বলা যায় প্রেম পত্র।

না তা আর বেশী দিন ডাকে আসার সাহস পেতোনা।সদর দরজার ফাঁক গলিয়ে ঠিক জায়গা করে নিতো,নয়তো নোট বুকের ভাঁজ গলিয়ে।সেই একি কথার চর্বিত চর্বন-ভালোবাসি ভালোবাসি।যতবার পড়ি বিরক্ত লাগে ঠিকই কিন্তু মনের ভেতর প্রশ্নরা এসে উঁকি দেয়-কে এই যুবক?

আজ আর কোন অপেক্ষারা ভীর করেনা এই শুন্য চত্বরে,সবটাই যেনো খোলামেলা।

কে কাকে আলিঞ্জনে রাখলো আর কেইবা ছেড়ে দিল ইথার তরঙ্গে তা পু্রো পরিস্কার।সেলফি দিয়ে জানিয়ে দিচ্ছে সুখী দম্পতির হাসি হাসি মুখ।কোন রহস্য নেই,জানার আগ্রহ নেই।এক জনকে বোঝার আগেই অন্য একজন এসে হাজির।কোথায় তার দেশ,কি তার সমাচার কিছুই জানেনা এই ভাঙ্গাচোড়া ডাকবাক্স।কেবল চেয়ে থাকে পলক হীন চোখে।।কখোন তা সত্য আবার কখোন তা মিথ্যা-কে তা জানে।

তাইতো প্রতীক্ষা নামক শব্দটা ডিকশনারীর শেষ পাতায় তুলে রেখেছি।কোন দিন যদি মনে হয় সত্যি কেউ আছে অন্য কোন প্রান্তে -কেবল আমার জন্যে।ঠিক সে দিন তাকে নামিয়ে এই ডাক বাক্সে তুলে দেবো।দেখবে ঠিকি পৌঁছে যাবে সঠিক গন্তব্যে।

ভুল বানানে লেখা চিঠি খানা খুঁজে নেবে তার আসল ঠিকানা।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ডাক বাক্স, চিঠি।
চিঠি খুঁজে নিক ঠিকানা।

বেশ লাগলো।।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

রোদেলা বলেছেন: খুব মিস করি ডাকবাকসটাকে

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬

শাহ আজিজ বলেছেন: একি নব নব আহবান আরও চিঠি পাবার ??

লিখেই দেখিনা মাত্র একটিবার

হৃদয়ে না পৌঁছাক

ময়লার ঝুড়িতে গড়াগড়ি খাক !!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

রোদেলা বলেছেন: এমন কইরা কইলেন ভাই :(

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

রোদেলা বলেছেন: নিলাম

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৫

মামুন রশিদ বলেছেন: আহা, চিঠি.. ডাকবাক্স, নীল খাম- ভেতরে আবেগ ভালোবাসায় পূর্ণতা আর সেই অপেক্ষা! কোথায় হারিয়ে গেল সেই চিঠি!

খুব ভালো লেগেছে রোদেলা । ভালো থাকবেন ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০

রোদেলা বলেছেন: আচ্ছা,আমাকে কি আপনি করে বলার কথা-কনফিউজড

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব ভালো লাগলো। যদিও ডাকবাক্স, নীল খমের চিঠি এখন শুধু সাহিত্যের জিনিস । এর বাইরে আর কোথাও পাওয়া যাবে না। :(

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

রোদেলা বলেছেন: হুম,

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: এবার ডাকবাক্সে চিঠি আসুক ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬

রোদেলা বলেছেন: :)

৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: দিনে ১০০ চুমু আর ঘন্টায় ঘন্টায় মুঠোফোনে বার্তা ;
সেই সাথে থাকবে ৫০ টা ই-মেইল।


** দিনে ১০০ চুমু দিলেতো কাছে থাকতে হবে আর কাছে থাকলে মুঠোফোনে বার্তার কি প্রয়োজন?

** দিনে ৫০টি মেইলে দিবে সমস্যা নেই কিন্তু মেইলে কি থাকবে তা উল্লেখ নেই

**** বাদীর আবেদন খারিজ




ভাল কবিতায় +++

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

রোদেলা বলেছেন: B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.