নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

তোমার বিশ্বাসে ভাইরাস ছিলো- তুমিই বোঝনি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

তোমার বিশ্বাসে ভাইরাস ছিলো- তুমিই বোঝনি।
তুমি ভেবেছিলে এটা মার্কিন মু্লুক ;
বিশ্বাসের ও বিষ ছড়িয়ে দেবে এ দেশের নাভি মূলে ।
না বন্ধু ,তুমি ভীষন রকম বোকা ছিলে।
আমার আছে জটিল ভাইরাস ,একদিন দু’দিনের নয় ;
যুদের পর যুগ অক্টোপাস হয়ে তা আবর্তে রেখেছে আমার শরীর।
আমি ধর্ম কিনেছি , জিহাদ কিনেছি
বহু দেন দরবার করে ।
রাষ্ট্র রেখেছি কব্জির ভাঁজে ,
যত দামাডোল বাজাক না তারা
কিছুই দেবে না কাজে ।
তোমার বিশ্বাসেই অন্ধতা ছিলো –তুমিই বোঝনি।
উন্নত জীবন ছেড়ে বাছলে প্রিয় এ শহর-
চেনা রাস্তার মোড়গুলোকে ভেবে নিলে বুঝি নিরাপদ ;
তোমার প্রিয় পথ এমন করে শ্মশান হবে কি জানতে ?
মুক্ত মনের সমাধি এঁকেছো –সঙ্গী করেছো মৃত্যূ।
তারচেয়ে ঢের ভালো ছিলো যদি দু’চারটা চটি লিখতে –
বুক খোলা না্রীর শরীর নিয়ে মজার গল্প পোড়তাম ,
দেদারসে পয়সা উশুল হতো-আনন্দ ভরা চিত্তে ।
ওখানে কোনই ধারা ফারা নাই ,যে যতো পারে লিখছে ;
এখানে মনের কথা বললেই কোপের আঘাত গিলছে ।
জানোনি বুঝি , প্রশাসন আজ শুধুই দর্শক ;
গ্যালারীতে খেলা দেখছে ।
এমন মজার লাইভ প্রোগ্রাম স্যাটেলাইট লুফে নিচ্ছে ।
স্লোগান করে গলা ফাটালো, চিৎকারে সরব রাস্তা ;
প্রধান খবরের হেড লাইন ছাড়া পেল কিছু কি দাম তা?
আজাদ – রাজীব সবাই গিয়েছে ;
আর একটি নাম জুড়লো।
জাতির কি এমন ক্ষতি হলো বলো ;
জনসংখ্যা বুঝি কমলো।
কারো কিছুতে কিছু আসে যায় না-
এই কথা অনেক পুরনো ;
তদন্ত হবে ,গোলটেবিল হবে,কাগজের হবে ব্যবসা ,
বছর বছর দিবস হবে ,ফাল্গুল রবে রাঙ্গানো।
সাগর রুনী চলে গেছে কবে ,পড়ে আছে কেবল স্মৃতিরা ;
আইটি ভাইয়ের কর্ম বাড়ছে , ব্লগে আপডেট দিনটা ,
এইটুকুই ছিলো ক্ষমতা আমার ,কেবল লিখতে পারি ।
ধারার বাইরে চলে গেলে বুঝি জখম পড়বে পিঠে ,
শুধু শখ করে লিখিনি বন্ধু সাবধান করেও দিচ্ছি –
লেখো যদি কেউ মন খুলে তারে দিলাম মাথার দিব্যি ,
খোলা ময়দানে লাশ হয়ে যাবে ;
কেউ আসবে না এগিয়ে ।
সাম্প্রদায়িক রাজ করে যাক, রাষ্ট্র থাকুক ঘুমিয়ে ;
প্রতিবাদ সভা পিছে পড়ে থাক ;
কুলুপ লাগাই ঠোঁটে ,মন খুলে শুধু কমিক্স করি
কি আর হবে লিখে।।





মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: দূর্দান্ত কবিতা ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

রোদেলা বলেছেন: এই সব লিখে আর কি হবে সেলিম ভাই।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৮

সাজিদ ঢাকা বলেছেন: অসাধারণ লিখেছেন আপু

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮

রোদেলা বলেছেন: লিখতে আর পারলাম কই মন খুলে।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখক বলেছেন: এই সব লিখে আর কি হবে সেলিম ভাই।

আসলেই লেখার আগ্রহ হারিয়ে ফেলছি। :(



কবিতা ভাল্লাগছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

রোদেলা বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: কী আর হবে লিখে? লিখেই কিছু হবে। লেখার কারণে যদি খুন হতে হয়, তাহলে লেখাই পারে আবার শান্তি এবং সহিষ্নুতা ফিরিয়ে আনতে।

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৩

রোদেলা বলেছেন: হুম আমারো তাই মনে হয় মাঝে মধ্যে,ধন্যবাদ হাসান মাহবুব।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

আরণ্যক রাখাল বলেছেন: আমি এই দেশে আর থাকবো না

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৩

রোদেলা বলেছেন: এটা কি কোন সমাধান হলো,আমাদের দেশ ছেড়ে আমরা যাবো কেন?

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

সাজিদ ঢাকা বলেছেন: লিখাতো এখন আইন আর চাপাতির গণ্ডিতে আবদ্ধ

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৪

রোদেলা বলেছেন: হুম,ধারাইয় ধারায় আবৃত ।

৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ২:০২

আহসানের ব্লগ বলেছেন: আসলেই দূর্দান্ত কবিতা ।

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৪

রোদেলা বলেছেন: ধন্যবাদ।

৮| ০২ রা মার্চ, ২০১৫ রাত ২:১০

জেন রসি বলেছেন: অভিজিত রায় আমৃত্যু লড়াই করে গেছেন।

না লিখলে সেই লড়াইয়ের অমর্যাদা হবে।

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৫

রোদেলা বলেছেন: সবাই মুক্ত মনে লেখা বন্ধ করে দিলে তাঁদের প্রতি ভয়ঙ্কর অন্যায় করা হবে।

৯| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৫

সাদরিল বলেছেন: যুদের পর যুগ অক্টোপাস হয়ে তা আবর্তে রেখেছে আমার শরীর

এটা আমার প্রিয় লাইন, একেবারে মনের কথা লিখেছেন। তবে লাইনটা সম্ভবত যুগের পর যুগ হবে।

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৬

রোদেলা বলেছেন: যুগের পর যুগ লিখেছি ।ধন্যবাদ।

১০| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: লিখতে লিখতে হয়ে যাবে একদিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.