নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

পাত্র চাহিয়া শর্তাবলী//

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫১


কবির পাঁয়ে শেকল বাঁধবে কে ;
বুকের ভেতর অষ্ট দহন -
ঠোঁটের ভাঁজে হাজার কথন ,
অবহেলার তীব্র জ্বালা সইতে পারবে যে ;
কবির পায়ে শেকল বাঁধবে সে।

কোথায় তুমি পাবে তারে ;
বন্য-সাগর যখন তখন পাড়ি হবে ,
রাতের আঁধার আলো করে প্রতীক্ষাতে বসে রবে ,
এমন কাঙাল বাঙাল ছেলে থাকে অন্ধকারে ;
তারে তুমি কেমন করে আনবে কবির ধারে ?

দায়িত্বরা দেয় না কভু ছুটি ;
নানান রঙের বায়না হয়ে পথ আগলে রাখে ;
তীব্র মায়ার অন্ধ জালে হৃয়য় জুড়ে থাকে ;
আধেক হৃদয় হবে কি আর জুটি ?
কবিতারা একলা হয়ে থাকুক গুটি-শুটি।।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা।

২| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৫

সুমন কর বলেছেন: ভালো লাগল এবং ১ম প্লাস দিলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

রোদেলা বলেছেন: অনেক ধইন্যা.।

৩| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

রোদেলা বলেছেন: B-)

৪| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১

একান্ত আমি (আর জে) বলেছেন: "এমন কাঙাল বাঙাল ছেলে থাকে অন্ধকারে"
কবিকে আধারে নিমন্ত্রন করবে কি ছেলেটা শূনতে "ঠোঁটের ভাঁজে হাজার কথন?" করতে পারে যদি সইতে পারে অবহেলার অষ্ট দহন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

রোদেলা বলেছেন: া হা ।।ভাল তীর ছুড়েছেন আর জে ।

৫| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কবির পাঁয়ে শেকল বাঁধবে কে ? আমার ও একই প্রশ্ন

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৪

রোদেলা বলেছেন: ;)

৬| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৩

ডার্ক ম্যান বলেছেন: কবির পায়ে শিকল বাঁধবে কবিতা

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৫

রোদেলা বলেছেন: কবিতারা একলা হয়ে থাকুক গুটি-শুটি।।

৭| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৪

জেন রসি বলেছেন: কবির পাঁয়ে শেকল বাঁধবে কে ;
বুকের ভেতর অষ্ট দহন -
ঠোঁটের ভাঁজে হাজার কথন ,
অবহেলার তীব্র জ্বালা সইতে পারবে যে ;
কবির পায়ে শেকল বাঁধবে সে।

চমৎকার হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

রোদেলা বলেছেন: ্ধন্যবাদ জেন রসি।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

ক্রিবিণ বলেছেন: উপভোগ করেছি... তবে শেষটায় কবিতার লুলুমি দশার চেয়ে বজ্রকঠিন রূপ প্রত্যাশা করেছিলাম...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

রোদেলা বলেছেন: আধেক হৃদয় হবে কি আর জুটি ?
কবিতারা একলা হয়ে থাকুক গুটি-শুটি।।
---------------------------------------------------
এখানে লুলুমি কই??

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: পাওয়া গেল তেমন কেহ ??? :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

রোদেলা বলেছেন: নারে ভাই,খুঁজতে খুঁজতে চুলে পাক ধইরা গেল।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

ক্রিবিণ বলেছেন: কবিতার একলা গুটি শুটি হয়ে থাকা...

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

রোদেলা বলেছেন: হুম,কি আর করা।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভাল লেগেছে। ফিরে আসব আবার। বারবার।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:০২

রোদেলা বলেছেন: চলে আসবেন সময় করে,ইদানিং গল্পেই বেশি বিচরণ করি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.