নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

রাত্রির কাছে আত্মাহুতি //

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৬



মেঘের হাতে পাঠালাম অভিমানের চিঠি ;
ঠিকানা , সেটা জানা নেই।
আদৌ ওগলিতে হাঁটা হয়নি এজন্মে।
যাপিত সময় কেবল স্বপ্নের ঘোর লাগা অন্ধকারেই পথ হারিয়েছে।
কোন পাড়ার কোন বাড়ির দরজায় কলবেল চাপলে ,
ওপাশ থেকে ভাড়ি কণ্ঠ জেগে উঠবে- তাও জানা হয়নি আজো।
কেবল বিধ্বংসী চাঁদকে স্বাক্ষী করে লিখে দিলাম দু’লাইনের একটি ছেঁড়া-পত্র,
নিমজ্জিত আলোর লেলিহান বিষ্ফোরন জড়ানো খামে ।
তীব্র হতে আরো বেশী তীব্রতর রমনীর পাড়ভাঙ্গা আহবান ;
উপেক্ষিত হাসির সুরেলা ছন্দে পড়ে নিও ভুল বানানে সাজানো অপেক্ষার আকুতি।
তারপর না হয় ভাদ্রের ধুপছায়া রোদের ঝিরঝির শ্যামল প্রভাতে ছুঁড়ে ফেলে দিও আস্তাকুড়ে,
সামান্য কাগজ ফেলার দায়ে কারাদন্ড দেবেনা নগর-পিতা।
ব্যাকটেরিয়া নিধনের তেজষ্ক্রিয়ায় গলে যাবে প্রত্যেকটি বর্ন-অক্ষর-দা্রি-কমা ;
আধুনিক প্রযুক্তির ঝাড়ুদার উড়িয়ে নেবে ধুলো পথে জমে থাকা ছাইয়ের স্তূপ ,
মুক্তির আনন্দে উল্লোসিত হবে শতবর্ষে বন্দি থাকা ভাবনার জঞ্জাল।।

(বানান ভুলের জন্যে কোন ভাবেই লেখককে দায়ী করা যাবে না।কী-বোর্ডের সব দায়।)

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ২:০১

শিপন মোল্লা বলেছেন: মুক্তির আনন্দে উল্লোসিত হবে শতবর্ষে বন্দি থাকা ভাবনার জঞ্জাল।

দারুন প্রত্যাশা। কবিতা আপনার বরাবরই চমৎকার।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৬

রোদেলা বলেছেন: ভাবছি,আপনার কমেন্ট বাঁধাই করে রাখবো।যারা আমাকে কেবল প্রবন্ধ লিখতে বলেছে তাদের দেখাতে হবে।অনেক ধন্যবাদ আবুনিশি।

২| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে। বেশ সুন্দর।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৮

রোদেলা বলেছেন: কল্পনাতেই ভালোবাসা পায় পরিপূর্ন পুর্নতা।আমার পৃথিবীতে পা রাখার জন্যে অনেক ধন্যবাদ।কিন্তু এখান থেকে সরাসরি রিপ্লাই লেখা যায় না বলে খানিক বিরক্ত হচ্ছি,অভ্র নিচ্ছেই না।

৩| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগলো ৷

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৯

রোদেলা বলেছেন: অশেষ শুভ কামনা।

৪| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৯

রোদেলা বলেছেন: সুন্দরীদের কবিতা সুন্দরই হয় ;)

৫| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: কেবল বিধ্বংসী চাঁদকে স্বাক্ষী করে লিখে দিলাম দু’লাইনের একটি ছেঁড়া-পত্র,

ভালো লাগল।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:১১

রোদেলা বলেছেন: বিধ্বংসী ,লেখার পর একটু খটকা লাগছিল।শব্দের জাদুকরের ভালো লেগেছে জেনে আমি যার- পর- নাই খুশী।

৬| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

আমি সৈকত বলছি বলেছেন: খুব সুন্দর......।

শুভ কামনা সতত। :)

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৩

রোদেলা বলেছেন: মেলা দিন বাদে আপনার আগমন ঘটলো,শুভেচ্ছা জানবেন। :)

৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন: সত্যি! মুগ্ধকরা কবিতা। এটা খুব মিষ্টি কবিতা। হাহাকার থাকলে ও কেন যেন মিষ্টি মনে হল।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬

রোদেলা বলেছেন: চিনি মনে হয় বেশীই ঢাইলালচি...

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: মন্দ কি! মিস্টি কে না পছন্দ করে। চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.