নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

মানবের অধিকার এবং একটি ইন্টারন্যাশনাল এন জি ও //

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬


ইন্টারন্যাশন্যাল শব্দটার মধ্যেই কেমন একটা বৈদেশিক ডলারের গন্ধ পাওয়া যায়।আর তা যদি হয় সুদূর যুক্তরাজ্য থেকে আগত তাহলেতো কথাই নেই।বিপদগ্রস্থ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এমন কিছু এন জি ও রাজধানীর বুকে চমৎকার ব্যবসা সাজিয়ে বসেছে।এ যেন অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতোন।অর্থাৎ যাদেরকে নিয়েই এই ব্যবসা তাদের মধ্যেই কিছু কিছু মানুষকে অল্প বিস্তর পয়সার বিনিময়ে প্রতিনিধি করে দেওয়া যারা ভিক্টিমদের তথ্য সংরহ করে দেয়।বলছিলাম ঢাকার শ্যামলীতে অবস্থিত একটি ইন্টারন্যাশনাল এন জি ওর কথা।
নারী সাংবাদিকদের উপর বৈরী আচরন এ দেশে নতুন কিছু না।কেবল নারী নয়,সরকারী দল এবং জঙ্গীদের হামলার স্বীকার হয়েছেন এমন অনেক পুরুষ সাংবাদিক এখনো বিভিন্ন রকম মামলার মাড়প্যাঁচে আটকে আছেন।এই এন জি ওটির কাজ হচ্ছে নারী সাংবাদিকদের অসহায়তার কথা লিপিবদ্ধ করা এবং তাদের জন্য বিনে পয়সায় মামলা চালিয়ে যাওয়া,কাজটি তারা করছে ২০০৮ সাল থেকেই।তাদের নিজস্ব রেকর্ড অনুযায়ী নারী সাংবাদিকদের ২৯ টি মামলা চলমান।এর মধ্যে উল্লেখ করা যেতে পারে ঠাকুরগাঁও জেলার নার্গিস চৌধুরী এবং আঞ্জুমানা আরা বন্যার কথা।২০১৪ সালের আগস্টে ঠাকুরগাঁও প্রেসক্লাব তাদেরকে অনৈতিক ভাবে বের করে দিলে তারা চাকরিচ্যূত হন এবং হাইকোর্টে মামলা করেন ।পরবর্তীতে এই এন জি ও তাদেরকে আর্থিক সহায়তার কথা বলে মামলার কাগজপত্র নিজেদের কাছে রেখে দেন এবং প্রতিশ্রুতি দেয় যে একটি প্রেস কাউন্সিল করে তারা মামলাটি বিনে পয়সায় পরিচালনা করবে।কিন্তু মজার বিষয় হচ্ছে গত পাঁচ মাসেও ফাইলটি কোর্টের মুখ দেখেনি,তাহলে তাদের নিযুক্ত উকিল কি করে মামলার নিষ্পত্তি ঘটাবে?
এদিকে নার্গিস এবং বন্যা একদিকে যেমন পুরুষ প্রধান নির্বাচনের যাঁতাকলে একবার নিষ্পেশিত হলো ,অন্য দিকে নারী প্রধান তথাকথিত বাক স্বাধীনতায় বিশ্বাসী কর্পোরেট এন জি ওর কাছে প্রতিনিয়ত হেনস্থা হচ্ছে।প্রতিদিন যাচ্ছে তাদের গাড়ি ভাড়া, কিন্তু ফাইল নড়ছে না এক চুলো।এমন আরো অনেক মামলা ঝুলে আছে কোর্টে না গিয়েই।
এদের আরো একটি চমৎকার প্রোজেক্ট আছে,নাম- ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট প্রোজেক্ট।এর আসল কার্যকারিতা কি তা সম্পর্কে সুস্পষ্ট ধারনা দেওয়া সত্যি কঠিন।যেখানে একের পর এক ব্লগারদেরকে নাস্তিক খেতাব দিয়ে চাপাতি দিয়ে কোপ দেওয়া হচ্ছে সেখানে এই এন জি ও কতিপয় পরিচিত ব্লগারদের কাছ থেকে রেজিস্ট্রেড ব্লগারদের নাম,ঠিকানা ,ফোন নম্বর এবং ই-মেইল সংগ্রহ করে তাদের ফোরামে ডাটাভুক্ত করে।অনেক ব্লগারদের ধারনাও নেই যে নিজের অজান্তে তাদের তথ্য তৃতীয় ব্যক্তির হাতে চলে যাচ্ছে।এক্ষেত্রে কিছু ব্লগ মডারেটররা আসল ভূমিকা পালন করছে,কারন তাদের কাছেই সমস্ত তথ্য থাকে।এ পর্যন্ত বেশ অনেকজন ব্লগার বিভিন্ন রকম হুমকীর স্বীকার হয়েছেন,তারা ফোরামের মাধ্যমে এবং স্বশরীরে এই এন জি ওতে হাজির হয়ে তাদের সহযোগিতা চেয়েছেন।কিন্তু অবাক করা বিষয় হচ্ছে,এন জি ও কেবল তাদের তথ্যটি সুনির্দিষ্ট রিপোর্ট আকারে বানিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে।কোথায় পাঠানো হয়েছে সে সম্পর্ক নির্দিষ্ট কোন তথ্য কারো জানা নেই,অপরদিকে ব্লগারদের উতকন্ঠার মাত্রা আরো বেড়ে যায়।এমন কয়েকজন ব্লগার এখন দেশের বাইরে আছেন যারা ইতিমধ্যেই তাদের কাছে সাহায্য চেয়ে নিরাশ হয়েছেন।এখন প্রশ্নটা হচ্ছে এই ডাটা সাজিয়ে লাভ কি ?হুম লাভ আছে ,লিস্ট যতো লম্বা ডলার ততো লম্বা।আর এই ডলার দেশীয় টাকায় কনভার্ট করলে একটা বিরাট অংক দাঁড়ায় যা দিয়ে দেশের অডিটকে খুশী রাখা সম্ভব।
সাংবাদিক বা ব্লগার যেই নির্যাতিত হোক না কেন আমরা এক তরফা রাষ্ট্রতন্ত্রকে দায়ী করে নিজেদের সচেতন নাগরিক হিসেবে জাহির করি।কিন্তু আমাদের পিঠের পিছে দাঁড়িয়ে মানবতার স্লোগান দিয়ে যারা এইসব সাংবাদিকদের ব্যবহার করছে তাকে রুখবে কে?

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬

গেম চেঞ্জার বলেছেন: ভারী আশংকার কথা!! ধান্দাবাজির শেষ তাহলে কি??

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

রোদেলা বলেছেন: ধান্দাবাজির শেষ ডলার কামানো।

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৮

রাফা বলেছেন: আমরা নিজেরাই নিজেদের শর্বনাস ঢেকে আনি আর সব কিছু চাপিয়ে দিতে চাই অন্য কারো ঘারে।
সচেতনতার কোন বিকল্প নেই।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৪

রোদেলা বলেছেন: যারা বিচারের আশায় দাড়ে দাড়ে ঘোরে তারা সচেতন হবে কিভাবে,কার কাছে বিচার চাইবে?

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
হুম। ব্যাঙের ছাতার মতো কতশত সব প্রতিষ্ঠান/সংস্থা গড়ে ওঠেছে। যাদের অনেকে আবার ইন্টারন্যাশনাল তকমা লাগালেও আসলে এদের কার্যক্রম পাড়ার মুদি দোকানের মত। রুখবে কে? আমাদের মধ্যেতো ঐক্য নাই। সুতরাং এমনই চলবে ...

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬

রোদেলা বলেছেন: আমাদের মধ্যে যে ঐক্য নাই,তা আর বলতে।আমি যখন বিষয়টা পত্রিকায় ছাপাতে চাইলাম তখন ওখানকার কর্মচারীরা বলে দিল-আপা,চাকরী খাইয়েন না।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অন্য দিকে নারী প্রধান তথাকথিত বাক স্বাধীনতায় বিশ্বাসী কর্পোরেট এন জি ওর কাছে প্রতিনিয়ত হেনস্থা হচ্ছে।প্রতিদিন যাচ্ছে তাদের গাড়ি ভাড়া, কিন্তু ফাইল নড়ছে না এক চুলো।এমন আরো অনেক মামলা ঝুলে আছে কোর্টে না গিয়েই।
কিন্তু আমাদের পিঠের পিছে দাঁড়িয়ে মানবতার স্লোগান দিয়ে যারা এইসব সাংবাদিকদের ব্যবহার করছে তাকে রুখবে কে?

বলবো কি বা অবাক যে হই
চলছে ধরা আজব ঢঙে;
মানবতার স্লোগানটি আজ
ধাপ্পা যে এক রংচঙে!!!

নারীবাদী,সমাজবাদী
হোক শহুরে বা গেঁয়ো;
দেখছি হাজার হেথা সেথা
কিলবিলে সব এনজিও।

মানবতার শ্লোগান ঝেড়ে
নিত্য ছলাকলার;
মতলবটা আর কিছু নয়
স্রেফ কামানো ডলার।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬

রোদেলা বলেছেন: অসাধারণ লিখেছেন আপ্নি...আমি মুগ্ধ।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৩

জুন বলেছেন: আমাদের পিঠের পিছে দাঁড়িয়ে মানবতার স্লোগান দিয়ে যারা এইসব সাংবাদিকদের ব্যবহার করছে তাকে রুখবে কে?
আপনি ঠিকই বলেছেন রোদেলা। তবে এই বেনিফিশিয়ারী কিন্ত সেই সমস্ত এন জিও দের মালিকরাই। যারা তাদের অধীনে কাজ করছে তাদের যে কি মানবেতর অবস্থা তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এদেশের প্রথম সারির এক এন জিওতে পোল্টি প্রোগামে আছে তাদের সদস্যদের মুরগী পালা। ঢাকায় বসে এসি রুম থেকে নির্দেশ দিত অমুককে এত ডিম সদস্যদের মাঝে বিক্রি করতে হবে। কিন্ত অনেক সময় সদস্যরা ডিম কিনতে পারতোনা বা কিনতো না। বসদের দেয়া টার্গেট পুরন না হলে মাস্টার্স পাশ করা সেই সব এন জিও কর্মী সামান্য বেতনের চাকরীটি চলে যাবে সেই ভয়ে তারা নিজেরাই সেই সব দামী ডিম কিনে খেত যা ছিল তাদের জন্য বিলাসিতা।
সব সময়কার মত অসাধারন লেখা আপনার।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮

রোদেলা বলেছেন: আমি নিজে এইসব জায়গায় কাজ করেছি।কর্মচারীদের তারা ভাবে হাভাইতা।এখানে ডিগ্রী কোন কাজে আসে না।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১

বিদ্রোহী সিপাহী বলেছেন: বৈষম্যহীন সমাজের চলার পথের কাঁটা এরা, এদের উপড়ে ফেলতে হবে

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯

রোদেলা বলেছেন: এই উপড়ে ফেলবে কে? রাষ্ট্র যদি নির্দিষ্ট ভূমিকা না নেয় তাহলে আমরা কোন ছা?

৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মনে আছে কি না আমি জানি না রোদেলা আপু, এই বিষয়ে আপনারই একটি পোস্টে আমি কিছু প্রশ্ন উপস্থাপন করেছিলাম। তখনও সেই প্রশ্নগুলোর জবাব কেউ দিতে পারে নি।

দুনিয়ার এত প্রোডাক্ট থাকতে ব্লগারদের নিয়ে বানিজ্য বন্ধ করাই উত্তম। আমি বিশ্বাস করি, ব্লগারদের নিরাপত্তা হুমকির মুখে ফেলার জন্য এই ধরনের কতিপয় কিছু প্রতিষ্ঠানই দায়ী। আশা করছি সময়ের সাথে সাথে এদের মুখোস আরো উম্মোচিত হবে।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩০

রোদেলা বলেছেন: যখন আমি কাজ শুরু করলাম ভেবেছিলাম এরা ব্লগারদের উন্নয়ন আর নিরাপত্তার জন্য কিছু করছে।এই বিষয়ে অনেক পোস্ট দিয়েছি।কিন্তু ধীরে ধীরে জানলাম ডাটা দেখিয়ে ডলার নেওয়াই ওদের ব্যবসা।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: কী সব্বনেশে কথা!

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১

রোদেলা বলেছেন: হ ভাই,সব্বনাশের কথাই।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪

জুন বলেছেন: আমি সাধারন ভাবে সব এন জিও নিয়ে তখন একটি গতানুগতিক মন্তব্য করেছি। কিন্ত আপনার উল্লিখিত এন জি ও তো ভয়ংকর। এটা তো আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ রোদেলা।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২

রোদেলা বলেছেন: বিশেষ করে সাংবাদিকতা হুমকীর মুখে যখন একজন সাংবাদিক সাহায্য চাইতে হয়ে নাজেহাল হন।ধন্যবাদ জুন।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এইসব এন জি ও আমাদের নিরাপত্তার জন্য হুমকি।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

রোদেলা বলেছেন: একদম খাঁটি কথা।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

শামছুল ইসলাম বলেছেন: চমকপ্রদ পোস্ট।
থলের বিড়ালটা বের করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

//সাংবাদিক বা ব্লগার যেই নির্যাতিত হোক না কেন আমরা এক তরফা রাষ্ট্রতন্ত্রকে দায়ী করে নিজেদের সচেতন নাগরিক হিসেবে জাহির করি।কিন্তু আমাদের পিঠের পিছে দাঁড়িয়ে মানবতার স্লোগান দিয়ে যারা এইসব সাংবাদিকদের ব্যবহার করছে তাকে রুখবে কে?//


ভাল থাকুন। সবসময়।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১২

রোদেলা বলেছেন: থলের বিড়াল বাইর কইরা বইসা আছি,কিন্তু কেউ ধরে না।

১২| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

মামুন রশিদ বলেছেন: বেচে দিন! বেচাকেনার এই হোলিতে ব্লগারেরাতো সোনার ডিম পাড়া হাঁস। তাই বেচে দিন।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩

রোদেলা বলেছেন: ব্লগারদের দাম এখন সবাই বোঝে।তাই কেউ কেউ অতি উত্তেজনায় মাতে।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: আপনার লেখা পড়ে ভয় পেলাম....দূরে থাকি :(

চমৎকার লিখেছেন। +।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪

রোদেলা বলেছেন: ভয় পাওয়ারি কথা,আমি এদের সাথে দুই’মাস কাজ কইরা বিরাট ডরাইসি।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২

ইকরাম বাপ্পী বলেছেন: ডলাআআআআআআআর :-B :-B :-B :-B :-B

কী মনে হয় ডলার আসলে কি জাতীয় লাভ না?? জাতীয় স্বার্থ বলে কথা সরকার ম্যানেজ করে নেবে... ... "বিরোধীদের কাজ, ষড়যন্ত্র" B-)

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪

রোদেলা বলেছেন: "বিরোধীদের কাজ, ষড়যন্ত্র"

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: ব্লগাররা তাহলে বিপদের মুখে আছে।
ধন্যবাদ পোষ্টের জন্য।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫

রোদেলা বলেছেন: ব্লগাররাতো ব্লগ দিয়া নেট চালায় ,বিপদতো হবই।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৭

শামছুল ইসলাম বলেছেন: আপনার কথায় কিছুটা হতাশ,
//থলের বিড়াল বাইর কইরা বইসা আছি,কিন্তু কেউ ধরে না।//

আবার আশান্বিত এই কারণে আমাদের মধ্যে সচেতনাতা বাড়ছে আপনার এই পোস্টের মাধ্যমে, ওই সমস্ত এনজিও আমাদের আর ঠকাতে পারবে না।

ভাল থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.