![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।
আমার চোখ রাঙ্গিয়ে প্রতিবাদের আগুন ঝরে না,
প্রোফাইল পিক গলে গলে নেমে আসে না নাব্যতা,
আমার কীবোর্ড কখনই অস্থির পায়চারি করে না জেগে ওঠার গান গেয়ে।
তবে কি কোন এক শীতল এঁটেল মাটিতে আমার জন্ম,
যে ধরিত্রীতে পড়ে আছি নিংড়ে সেখানেই থাকতে চাইছি এক চেটিয়া।
ঘন্টার পর ঘন্টা ময়লার স্তূপে আটকে থেকেও কেন যে দু'চোখ বেয়ে কেবল রাজ্যের ঘুম আসে;
হাঁটতে গিয়ে জলাবদ্ধতা জড়িয়ে ধরে শাড়ির পা্র,কখনোবা চলন্ত লেগুনায় কাপড় আটকে যায়।
আর বিশ্ব ভ্রমান্ডের শত শত লাশেদের মিছিল-তাওতো বিচলিত করেনা আমায়।
তবে কি আর আমি মানুষ নেই?
আমার চোখে জল পড়ে না -পিতার কাঁধে সন্তানের লাশ দেখেও।
উম্মাতাল কনসার্ট নিমিসে মাটিতে বিলীন।
কিছুই কি তবে আজ আমাকে আর স্পর্শ করে না?
আমি সমস্ত স্পর্শকাতরতার উর্ধ্বে উঠে গেছি,
আমাকে কেবল বেঁচেই থাকতে হয়,জীবনের প্রতি চাইবার এমন কোন মহামূল্যবান বস্তু আর অবশিষ্ঠ নেই।
মাঘের ঘন কুয়াশায় ঠান্ডা রস আর কোন দিন আমাদের কপালে জুটবে না,
হেমন্তের খোলা মাঠে নুপূর পড়া পায়ে আর বাজবে না রুমঝুম ধ্বনি,
এই ভাইবার আর স্কাইপিতেই আমাদেন ষষ্ঠ ঋতূর নিত্য আসা যাওয়া,
কৃত্তিম ফরিঙ্গের অবাধ বিচরণ ।
তারপরো একটা বার ভীষন ইচ্ছে করে -প্রজাপতি হয়ে শিমুল তুলোর সাথে পাল্লা দিয়ে উড়ে যাই সেই ছোট্ট বেলার পদ্মা পাড়ে যেখানে আমার শৈশব আজো অপেক্ষা করে আছে।।
-----------------------------------------
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
রোদেলা বলেছেন: প্রচন্ড খোব থেকে লেখা ভাই।
২| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৯
কিরমানী লিটন বলেছেন: গভীর বোধ আর নান্দনিক দ্রোহের কবিতা , অনেক অভিনন্দ প্রিয় রোদেলা আপু,শুভকামনা+++
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
রোদেলা বলেছেন: ধন্যবাদ লিটন।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
রানার ব্লগ বলেছেন: আজো স্বপ্ন দেখি রোদ ঝিলমিল সেই শৈশব কে। বড়ো আনন্দের ছিলো বড়ো নিশ্চিন্তের। স্বপ্নের মাঝে কেপে কেপে উঠই কান্নায় শৈশব কে মিস করে।
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
রোদেলা বলেছেন: চোখের পাতায় সারাক্ষন ভেসে বেড়ায় ফেলে আসা শৈশব।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথম হতে শেষ অবধি সুন্দর খেলা করছে কবিতায় ------ অসাধারণ লিখেছেন ----
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
রোদেলা বলেছেন: আপ্নার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপা।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪১
ফুলফোটে বলেছেন: সমসাময়িক বিষয় কে দারুণ করে লিখেছেন...এক কথায় সুন্দর
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২
রোদেলা বলেছেন: খুব খুব সুন্দরতো আপনার নিকটা
৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: প্রথম দিক থেকে শেষের কিছুটা আগ পর্যন্ত মনে হয়েছে আমরা দিনদিন চলন্ত পাথরে রূপ নিয়েছে । শুধু দেখে গিয়ে কাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যাওয়া । যান্ত্রিকতায় যন্ত্রে পরিনত আর কি !!
আর শেষের লাইনগুলোতে শৈশবের লোভ টেনে ধরার কথা মনে হলো । সেই সময়কার প্রাণ চঞ্চলতা এখন আর নেই । আবারও সেই শুরুতে ফিরে যাওয়ার আকুতি ।
কবিতায় ভাল লেগেছে খুব ।
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
রোদেলা বলেছেন: চমৎকার ব্যাখ্যা করে দিলেন,আমি বোধ করি নিজেও এভাবে ভাবিনি।ধনবাদ।
৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫২
আরণ্যক রাখাল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন, রোদেলা
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫
রোদেলা বলেছেন: শেষ পর্যন্ত রাখার ভাইয়ের মন্তব্য পেলাম।
৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
অগ্নি সারথি বলেছেন: তবে কি আর আমি মানুষ নেই?
আমার চোখে জল পড়ে না -পিতার কাঁধে সন্তানের লাশ দেখেও। - নাহ। মনে হয় আমরা কেউ আর মানুষ নই। সুন্দর লিখেছেন, রোদেলা।
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
রোদেলা বলেছেন: ধন্যবাদ ,অগ্নি সারথী,মনের মতোন জায়গাটায় হাত দেবার জন্য।
৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪১
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
আমি সমস্ত স্পর্শকাতরতার উর্ধ্বে উঠে গেছি ...
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
রোদেলা বলেছেন: আমি সমস্ত স্পর্শকাতরতার উর্ধ্বে উঠে গেছি ...
১০| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মানুষ কখনও কখনও অনুভূতিহীন হয়ে উঠে। আমারও অনেক সময় মনে হয় কিছুই যেন স্পর্শ করছেনা।
কবিতায় ভাল লাগা রইলো।
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
রোদেলা বলেছেন: আমাকে আজকাল এইসব মিছিল,প্রতিবাদ একটুও ছুঁতে পারে না।নিজেকে কেমন মূর্তি বিশেষ মনে হয়।
১১| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো।
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
রোদেলা বলেছেন: খুব খুশি হলাম হাসান ভাই।
১২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৬
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগা রইলো।
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
রোদেলা বলেছেন: দূরবীন সোজা করেনরে ভাই।হা হা হা.।
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগা রইল।
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।
১৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০
সুলতানা রহমান বলেছেন: এখন আর কিছুই স্পর্শ করেনা। ফেসবুকের পাতার কৃত্রিম ভাবনায় আমি ও বড় কৃত্রিম হয়ে গেছি।
ভাল লাগলো।
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
রোদেলা বলেছেন: হুম,সুলতানা ঠিক তাই।
১৫| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
মায়াবী রূপকথা বলেছেন: দারুন লিখেছেন আপু
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
রোদেলা বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী।
১৬| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর করে গুছিয়ে বলেছে, অনেক ভাল লাগল।
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন অতঃপর হৃদয়।
১৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
জেন রসি বলেছেন: বেগ এবং আবেগের দ্বন্দ্ব চলবেই!
++
৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫
রোদেলা বলেছেন: তাইতো চলে নিরন্তর।।
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৮
তানজির খান বলেছেন: খুব ভাল লাগলো কবিতা। আবেগের বিস্ফোরণ ছিল লেখায়। আপনার লেখায় আমার প্রথম মন্তব্য। আপনাকে অনুসরণে নিলাম। আমার লেখায় আপনাকে আমন্ত্রণ রইল।
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
রোদেলা বলেছেন: অনুসরণে থাকেন,আমি এতোই নাই কাজে বিজি যে ডেক্সে বস্তেই পারছি না।কক্সবাজার অভিজ্ঞতা নিয়ে লিখতে বসবো শীঘ্রই।যাচ্ছি আপনার ব্লগে.।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
তানজির খান বলেছেন: হুম, আপনার কক্সবাজারের অভিজ্ঞতা লিখুন পড়বো, ভিডিও দেখেছিলাম আপনার বিচ কার্নিভালের। অপেক্ষায় রইলাম, ভাল থাকুন,পাশে থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৬
খায়রুল আহসান বলেছেন: প্রোফাইল পিক গলে গলে নেমে আসে না নাব্যতা -- বেশ বলেছেন এ কথাটা।
কবিতার শিরনামটা দৃষ্টিকাড়া, আর শেষ লাইনদুটো সহজেই ছুঁয়ে যায়।